টানা হারে বিদায়ের শঙ্কায় নিউজিল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুন ২০২৪, ১১:০৮, আপডেট: ১৩ জুন ২০২৪, ১১:৪৫
বিশ্বকাপে সময়টা মোটেও ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। আফগানিস্তানের কাছে লজ্জার হারের পর এবার ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজের কাছেও। টানা দ্বিতীয় হারে দেখা দিয়েছে বিদায়ের শঙ্কা। বিপরীতে সেরা আট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃহস্পতিবার ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে করা ১৪৯ রানের জবাবে ৯ উইকেটে ১৩৬ রান তোলে কিউইরা।
ম্যাচের মোর ঘুরিয়ে দেন মূলত শেরফান রাদারফোর্ড। ১৮ ওভারে ৯ উইকেটে ১১২ রান করা ক্যারিবীয়দের শেষ ২ ওভারে একাই এনে দেন ৩৭ রান! সুবাদে দেড় শ’র কাছাকাছি পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ। এই রানটাই ব্যবধান গড়ে দেয় জয়-পরাজয়ের।
রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। ৬.৪ ওভারে মাত্র ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ফিন এলেন ২৬, ডেভন কনওয়ে ৫ ও অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হন মাত্র ১ রানে। বলার মতো রান পাননি ডেরিয়েল মিচেল, রাচিন রাবিন্দ্রও।
কিউইদের হয়ে একপাশ আগলে রাখেন গ্লেন ফিলিপস, তবে তিনিও জয়ের জন্য যথেষ্ট হতে পারেননি। ১৭.৪ ওভারে ১০৮ রানের মাথায় আউট হন ৩৩ বলে ৪০ রানে। শেষ দিকে মিচেল সান্টনার ১২ বলে অপরাজিত ২১ রান করলেও তা কেবল ব্যবধান কমায়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ বল হাতে নিয়েছেন ১৯ রানের ৪ উইকেট। মোতি নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা ভালো হয়নি তাদের, পাওয়ার প্লের মাঝেই হারায় ৪ উইকেট। ৬.৩ ওভারে ৩০ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে রানটা ১৪৯ পর্যন্ত একাই টানেন রাদারফোর্ড।
আকিল হোসেনের সাথে ২৮, আন্দ্রে রাসেলের সাথে ১৮ ও রোমারিও শেফার্ডের সাথে গড়েন ২৭ রানের জুটি। তবে ১০ম উইকেট জুটিতে সর্বোচ্চ ৩৭ রান আসে। যার সবটাই করেন রাদারফোর্ড। শেষ পর্যন্ত ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। শেফার্ড ১৩, রাসেল ১৪ ও আকিল করেন ১৫ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা