০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কানাডার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ, বাদ পড়তে পারেন অলরাউন্ডার

পাকিস্তান দল - ফাইল ছবি

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ‍যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে খাদের কিনারায় অবস্থান করছে পাকিস্তান। এই পরিস্থিতিতে আজ তারা মাঠে নামছে কানাডার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

যেহেতু এখনো সুপার এইটে যাওয়ার কিঞ্চিৎ আশা রয়েছে বাবর আজমদের। এ কারণে আজও জেতার জন্য খেলবেন তারা। তবে আজ একাদশেও পরিবর্তনের আভাস মিলেছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, যদিও টিম ম্যানেজমেন্ট একাদশের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে মনে হচ্ছে- আজকের প্লেয়িং ইলেভেনে জায়গা হবে না ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার আহমেদের।

৩৩ বছর বয়সী ইফতেখার ৬৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫৫ ইনিংসে ১৪ বার তাকে কেউ আউট করতে পারেনি। ২৪ দশমিক ৩৪ গড়ে রান করেছেন ৯৯৮।

এবারের বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইফতেখার ১৮ রান এবং ভারতের বিপক্ষে ৫ রান করেন। এজন্য মনে হচ্ছে- অধিনায়ক বাবর আজম তার স্থানে সাইম আইয়ুবকে একাদশে সুযোগ দিতে পারেন। তবে আসলে কেমন একাদশ হয়, সেটা খেলার আগমুহূর্তে নিশ্চিত হওয়া যাবে।

সূত্র : ডেইলি জংগ

 

 


আরো সংবাদ



premium cement