টানা ২ হারের পরও সুপার এইটের আশায় বাবর
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুন ২০২৪, ১৫:৪৯
যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথ কঠিন হয়েছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের। তবে গ্রুপের শেষ দুই ম্যাচ জিতে সুপার এইটে খেলার আশায় আছেন অধিনায়ক বাবর আজম।
রোববার রাতে ভারতের কাছে হারের পর বাবর বলেন, ‘শেষ দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে খেলতে চাই আমরা।’
যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের যন্ত্রণা নিয়ে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বির্তকিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বোলারদের দারুণ নৈপুন্যে ভারতকে ১১৯ রানে গুটিয়ে দিয়ে জয়ের সুযোগ পেয়েছিল পাকিস্তান।
কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠো থেকে জয় ফসকে যায় পাকিস্তানের। ৭ উইকেটে ১১৩ রান করলে, ৬ রানে ম্যাচ হারে বাবরের দল। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান।
‘এ’ গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে আছে যুক্তরাষ্ট্র। ২ ম্যাচে ২ হারে এখনো পয়েন্টের দেখা পায়নি পাকিস্তান। বাকি দুই ম্যাচ থেকে অন্তত ১টি করে পয়েন্ট পেলেই সুপার এইটে খেলবে গ্রুপের শীর্ষ দু’দল ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের পরের দুই ম্যাচ যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে। যুক্তরাষ্ট্র খেলবে ভারত ও আইরিশদের সাথে। পাকিস্তানের শেষ দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে, একই সাথে ভারত-যুক্তরাষ্ট্রের হারের জন্য প্রার্থনা করতে হবে পাকিস্তানকে।
তবে নিজেদের শেষ দুই ম্যাচ জিতে সুপার এইটে খেলার আশায় আছেন পাকিস্তান অধিনায়ক বাবর।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমাদের শেষ দুই ম্যাচ জিততেই হবে। তার আগে আমরা নিজেরা আলোচনায় বসব এবং নিজেদের ভুলগুলো খুঁজে বের করব এবং সমাধানের পরিকল্পনা সাজাব। এখন আমরা শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।’
ভারতের ছুঁড়ে দেয়া ১২০ রানের টার্গেটে খেলতে নেমে ১২ ওভারে ২ উইকেটে ৭২ রান তুলে জয়ের পথ তৈরি করে রেখেছিল পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ৮ ওভারে ৪৮ রান দরকার ছিল তাদের। কিন্তু শেষ ৮ ওভারে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ৪১ রানের বেশি তুলতে পারেনি তারা।
ম্যাচ হারের জন্য শেষ ১০ ওভারে বাজে ব্যাটিংকে দোষ দিলেন বাবর। তিনি বলেন, ‘আমরা প্রথম ছয় ওভারে খুব বেশি ভালো খেলিনি। লক্ষ্য ছিল ৪০ থেকে ৪৫ রান করা। কিন্তু সেটা করতে পারিনি।’
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইকেট নিয়ে বির্তক থাকলেও এ ম্যাচের উইকেট নিয়ে ইতিবাচক কথা বলেছেন বাবর। তিনি বলেন, ‘উইকেট ভালো ছিল। বল ভালোভাবেই ব্যাটে আসছিল। কিছুটা মন্থর ছিল। কিছু বল বাড়তি বাউন্সও করেছে। কিন্তু এ ধরনের ড্রপ-ইন পিচে এটুকু হয়েই থাকে। একটি-দু’টি বল এরকম হবেই।’
ভারতের বোলিংয়ের প্রশংসা করেছেন বাবর। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রথম ১০ ওভারের পর তারা (ভারত) ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল ১২০, প্রথম দশ ওভারে বল প্রতি রান নিয়েছি আমরা। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়েছি। সাথে বেশ কিছু ডট বলও করেছি। সমীকরণ একেবারেই সহজ ছিল। স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা, ওভারে ৫ থেকে ৬ রান করা এবং মাঝে মধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল দিয়েছি। ফলে চাপ পড়ে আমরা দ্রুত ৩টি উইকেট হারিয়ে ফেলি। আর টেলএন্ডারদের কাছ থেকে তো খুব বেশি আশা করা যায় না।’
মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার মুখোমুখি হবে পাকিস্তান। ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ খেলবে উপমহাদেশের দলটি।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা