নিউইয়র্কে বৃষ্টি, ভারত-পাকিস্তান ম্যাচে টসে দেরি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৪, ২০:১২, আপডেট: ০৯ জুন ২০২৪, ২০:২৭
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় ভারত ও পাকিস্তান। কিন্তু তাদের অপেক্ষা আরো বাড়িয়ে দিতে পারে বৃষ্টি। কারণ, টসের নির্ধারিত সময় ছিল রাত ৮টা কিন্তু বৃষ্টির কারণে সময়মতো টস হয়নি।
তবে সুখবর হলো- নিয়ইয়র্কের মাঠে এখন বৃষ্টি পড়ছে না। ক্রিকেটারেরা গা গরম করতে শুরু করেছেন। হয়ত খুব শিগগির-ই টস হবে।
কিন্তিু এর আগেই একদফা বৃষ্টিতে ভিজেছেন দর্শকরা। নিউইয়র্কের স্টেডিয়ামটিতে দর্শকের মাথার ওপর কোনো আস্তরণ নেই। ফলে তাঁদের ভিজতে হয়েছে।
নতুন তৈরি হওয়া মাঠটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কেমন তা পরীক্ষিত নয়। রোববার ভারত-পাকিস্তান দলের ক্রিকেটারদের সাথে পরীক্ষার মুখে পড়তে পারে স্টেডিয়ামের কর্মীরাও। তবে এখন শুধুই অপেক্ষা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অনেক দিন আগে থেকেই আলোচনা শুরু। আজকের ম্যাচটিও তেমনই আকর্ষণের কেন্দ্রে। একটি দল নিজেদের প্রথম ম্যাচ হাসতে হাসতে জিতেছে। অন্য দলটি আবার প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছে। দুই দলের পরিস্থিতি আলাদা। এক দল গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পরিকল্পনা করছে। আর অন্যদল আজকের ম্যাচটি জিততে চায় যেকোনোভাবে।