১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেমন হবে ভারত-পাকিস্তানের একাদশ

কেমন হবে ভারত-পাকিস্তানের একাদশ - সংগৃহীত

অনেকটা যেন বাঁচা-মরার লড়াইয়ে দাঁড়িয়ে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারটা বাবরদের সমীকরণ কঠিন করে দিয়েছে। এখন আর পিছুটানের কোনো সুযোগ নেই। পা ফসকালেই পড়তে হবে মহা বিপদে। ভারতের বিপক্ষে এই ম্যাচটা দিচ্ছে যেন অনেকটা ফাইনালের আঁচ।

রোববারের (৯ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে দু’দলের এই লড়াই। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেখানে বাড়তি উত্তাপ, সাধারণ একটা ম্যাচও উত্তেজনায় ফুলেফেঁপে উঠে; সেখানে এই ম্যাচটা যে বাড়তি ঝাঁঝ ছড়াবে তা সহজেই বলা চলে। আর পাকিস্তান দলের জন্যে যা হবে বাড়তি স্নায়ুচাপের কারণ।

এমন ম্যাচে একাদশে পরিবর্তন আনবে নিশ্চিতভাবেই পাকিস্তান। যেখানে ফিরতে পারেন ইমাদ ওয়াসিম।চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি। তবে আজ ফেরাটা তার অনেকটাই নিশ্চিত।

ইমাদকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আজম খান। সম্প্রতি সমালোচনার শীর্ষে থাকা উইকেট কিপার এই ব্যাটার ছাড়াই একাদশ সাজাবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে গোল্ডেন ডাক মারেন তিনি।

শুধু তাই নয়, সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে মাত্র ৮৮। যেখানে এক ম্যাচেই করেন ১০ বলে ৩০*।

ইমাদ ছাড়া আর কারো তেমন ফেরার ইঙ্গিত নেই। বাদবাকি শেষ ম্যাচে যারা খেলেছিলেন তাদেরই থাকার কথা। একই কথা ভারতের জন্যেও, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে রোহিত শর্মার দল।

সম্ভাব্য একাদশ (পাকিস্তান) : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ।

সম্ভাব্য একাদশ (ভারত) : রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবিন্দ্র জাদেযা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।


আরো সংবাদ



premium cement
দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, ফিরে আসার সুযোগ নেই : সোহেল আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ

সকল