এবার কিউই বধের গল্প লিখলো আফগানিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুন ২০২৪, ০৯:১৮, আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:৫১
এবারের বিশ্বকাপে আফগানিস্তান যে বিস্ময়কর কিছু করে দেখাবে, সেই সম্ভাবনা আগেই ছিল। হলোও তাই, দ্বিতীয় ম্যাচেই চমকে দিলো বিশ্বকে। কিউই বধ গল্প লিখলো তারা, লজ্জায় ডুবালো নিউজিল্যান্ডকে। আফগানদের জয় ৮৪ রানে।
আফগানিস্তানের কাছে হার বড় কথা নয়, হারের চেয়েও দৃষ্টিকটু হারের ধরন। গায়ানায় আগে ব্যাট করে আফগানরা স্কোরবোর্ডে তোলে ৬ উইকেটে ১৫৯ রান। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড গুঁটিয়ে গেছে ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ২০ ওভারে ১৫৯/৬ (গুরবাজ ৮০, ইব্রাহিম ৪৪, ওমারজাই ২২, নাবি ০, রাশিদ ৬, জানাত ১*, গুলবাদিন ০, নাজিবউল্লাহ ১*।
বোল্ট ৪-০-২২-২, হেনরি ৪-০-৩৭-২, স্যান্টনার ৪-০-২৪-০, ব্রেসওয়েল ৩-০-২৭-০, ফার্গুসন ৪-০-২৮-১, মিচেল ১-০-১৬-০)।
নিউজিল্যান্ড : ১৫.২ ওভারে ৭৫ (অ্যালেন ০, কনওয়ে ৮, উইলিয়ামসন ৯, মিচেল ৫, ফিলিপস ১৮, চ্যাপম্যান ৪, ব্রেসওয়েল ০, স্যান্টনার ৪, হেনরি ১২, ফার্গুসন ২, বোল্ট ৩*।
ফারুকি ৩.২-০-১৭-৪, নাবি ৪-০-১৬-২, নাভিন ৩-০-১০-০, রাশিদ ৪-০-১৭-৪, নুর ১-০-১০-০)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা