বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুন ২০২৪, ০৫:২৭, আপডেট: ০৮ জুন ২০২৪, ০৯:১৩
বিশ্বকাপ শুরু হলো নিউজিল্যান্ডের। ২ জুন বিশ্বকাপের পর্দা উঠলেও আজই নিজেদের প্রথম ম্যাচে নেমেছে উইলিয়ামসন-সাউদিরা৷ বারবার শিরোপার দুয়ার থেকে ফিরে আসা কিউইরা এবারের বিশ্বকাপ শেষ করতে চায় পূর্ণতা নিয়ে।
আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলবে দুই দল। যেখানে টসে জিতে আগে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের জন্য আজ প্রথম ম্যাচ হলেও, বিশ্বকাপে ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে আফগানিস্তান। যেখানে উগান্ডাকে উড়িয়ে দেয় রাশিদ খানের দল। আজও নিশ্চয়ই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তারা।
সেই ম্যাচের একাদশ থেকে একটা পরিবর্তন নিয়ে এসেছে আফগানিস্তান। মুজিবুর রহমানের বদলে খেলবেন নূর আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসেন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস ওমিচেল স্যান্টনার।
আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা