১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ট্রেবল শিরোপা জয়ের মিশন শুরু করছে অস্ট্রেলিয়া

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ট্রেবল শিরোপা জয়ের মিশন শুরু করছে অস্ট্রেলিয়া - ছবি : বাসস

বর্তমানে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই একসাথে আইসিসির তিন শিরোপার মুকুট মাথায় পড়বে অসিরা। সেই লক্ষ্য নিয়ে আগামী ৬ জুন ব্রিজটাউনে বাংলাদেশ (বৃহস্পতিবার) সময় ভোর ৬টা ৩০ মিনিটে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এই ম্যাচ দিয়ে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ওমান।

২০২১-২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। গেল বছরের ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে অসিরা। একই বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে অস্ট্রেলিয়া। ১৯ নভেম্বর অনুষ্ঠিত আহমেদাবাদের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অসিরা।

তাই আইসিসি তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এখন অস্ট্রেলিয়ার হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলেই, আইসিসি ট্রেবল শিরোপা মালিক হবে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক মিচেল মার্শ বলেন,‘বর্তমানে আমরা টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাসেরা দল। এবার আমাদের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা জয়ের জন্য আমরা বদ্ধপরিকর। অতীতের ন্যায় এবারও পারফরমেন্সে কোনো ছাড় দেবো না আমরা।’

আসর শুরুর আগে বিশ্বকাপ দলের ছয়জন খেলোয়াড়কে ছাড়াই দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরপরই প্রস্তুতি ম্যাচ থাকায় বিশ্রাম দেয়া হয়েছিল প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেডদের। তাই প্রস্তুতি ম্যাচে নয়জন খেলোয়াড়ের সাথে প্রধান ও সহকারী কোচরাও মাঠে নেমেছিলেন। প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটে জিতলেও, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরে যায় অসিরা।

প্রস্তুতি ম্যাচে পুরো দলকে না পেলেও, কোনো সমস্যা দেখছেন না মার্শ। তিনি বলেন,‘দলের বেশিরভাগ খেলোয়াড়ই আইপিএল নিয়ে ব্যস্ত ছিল। সবাই খেলার মধ্যেই ছিল। এজন্য প্রস্তুতি ম্যাচ এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।’

ইতোমধ্যে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ওমান। ব্রিজটাউনে নামিবিয়ার বিপক্ষে দারুণ পারফরমেন্সের পরও সুপার ওভারে নামিবিয়ার কাছে হেরে যায় ওমান। প্রথমে ব্যাট করে ১০৯ রানে অলআউট হয় ওমান। এরপর বোলারদের নৈপুণ্যে নামিবিয়াকে ৬ উইকেটে ১০৯ রানে আটকে দেয় ওমান। ম্যাচটি টাই হলে, সুপার ওভারের লড়াইয়ে নামতে হয় দু’দলকে। সেখানে নামিবিয়ার কাছে হার মানে ওমান।

প্রথম ম্যাচে হারের স্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেটের প্রত্যাশায় ওমান। দলের অধিনায়ক আকিব ইলিয়াস বলেন,‘প্রথম ম্যাচে সুপার ওভারে আমরা ভালো খেলতে পারিনি। তবে এভাবে হেরে যাওয়া হতাশাজনক। কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে হাসিমুখে মাঠ ছাড়তে চাই।’

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।

ওমান দল : আকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, ক্যাশাপ প্রজাপতি, প্রতীক আথাওয়ালে, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement