১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যে নিয়মে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, রয়েছে চমক

- সংগৃহীত

বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এর আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ২০টি দেশকে নিয়ে। উদ্বোধনের দিন দু’টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।

মূলপর্বে উত্তীর্ণ ২০টি দলকে চার গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে পাঁচটি করে দল।

গ্রুপ এ : কানাডা, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র।
গ্রুপ বি : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড।
গ্রুপ সি : আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ডি : বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

প্রতি গ্রুপের শীর্ষ দু’টি দল সুপার-৮ পর্বে কোয়ালিফাই করবে। যেই আটটি দল সুপার-৮ এ কোয়ালিফাই করবে তাদের আবার দু’টি গ্রুপে ভাগ করা হবে। সেখান একে অপরের বিরুদ্ধে খেলবে সবকটি দল। তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। তারপর সেখান থেকে পয়েন্ট ও রানরেটের বিচারে দু’টি করে দল পৌঁছাবে সেমি ফাইনালে। তারপর দু’টি দল পৌঁছাবে ফাইনালে।

লিগ পর্বে কোনো ম্যাচে বৃষ্টি হলে কমপক্ষে ৫ ওভার করে খেলা হলেই ফলাফল পাওয়া যাবে। নকআউট পর্বে সেটা ১০ ওভার। আর লিগ পর্বে খেলা ভণ্ডুল হলে পয়েন্ট ভাগাভাগি হবে। সেমিফাইনালে একটি ম্যাচে থাকছে রিজার্ভ ডে। দ্বিতীয় সেমিফাইনালে থাকছে না রিজার্ভ ডে। কারণ দ্বিতীয় সেমি ও ফাইনালের মধ্যে এক দিনের ব্যবধান। আইসিসির এই নিয়ম নিয়ে উঠেছে প্রশ্নও।

সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
সূত্র : নিউজ১৮


আরো সংবাদ



premium cement