১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সহ-অধিনায়কত্বের প্রস্তাব প্রত্যাখান করলেন আফ্রিদি

সহ-অধিনায়কত্বের প্রস্তাব প্রত্যাখান করলেন আফ্রিদি - ফাইল ছবি।

পাকিস্তান টি-২০ দলের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন দলটির অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি।

শনিবার ডেইলি জংগ ও জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা আফ্রিদিকে সহ-অধিনায়কত্বের প্রস্তাব দেয় কিন্তু আফ্রিদি এ প্রস্তাব প্রত্যাখান করেছেন।

আফ্রিদি জানিয়েছেন, তিনি এখন এ দায়িত্ব পালন করতে প্রস্তুত নন। তার এই অবস্থানের কারণে উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বাবর আজমের সহযোগী হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। একইসাথে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিতে পিসিবির কাছে শাদাব খানের মতো অপশনও রয়েছে।

কয়েক দিন আগেই টি-২০ অধিনায়কের পদ থেকে শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে দেয় পিসিবি। এরপর পুনঃরায় বাবর আজমকে এ পদে বহাল করা হয়।

আগামী মাস থেকেই শুরু হচ্ছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর টি-২০ বিশ্বকাপ। এবারের আসরটি যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে।

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান এবারের বিশ্বকাপে অংশ নেবে। ১ জুন থেকে টুর্নামেন্ট শুরু হলেও পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ

 

 

 


আরো সংবাদ



premium cement