১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লক্ষ্য ১৪৫ রান

সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লক্ষ্য ১৪৫ রান - ফাইল ছবি।


যুক্তরাষ্ট্রকে বেশিদূর দৌড়াতে দিলো না বাংলাদেশ। আটকে দিয়েছে দেড় শ’ স্পর্শ করার আগেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৬ উইকেটে ১৪৪ রান। সিরিজে সমতা ফেরাতে টাইগারদের চাই ১৪৫।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে যায় বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলছে দুই দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকেরা।

বল হাতে শুরুতে যুক্তরাষ্ট্রকে বেশ চাপেই রাখে শরিফুল-রিশাদরা। হাত খুলে খেলতে দেননি মোনাক-আন্ডারসনদের। যদিও পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪২ রান তুলে ভিন্ন কিছুরই আভাস দিয়েছিল স্বাগতিকেরা। তবে পরের ওভারেই সব কিছু বদলে দেন রিশাদ।

বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দিলেন রিশাদ হোসেন। পাওয়ার প্লে থেকে বড় সংগ্রহের ভিত পেয়ে যাওয়া যুক্তরাষ্ট্রকে জোড়া ধাক্কা দেন তিনি। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে জাগিয়ে ছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। যদিও তা আর হয়নি।

গলার কাঁটা হয়ে যাওয়া স্টিভেন টেলরকে ফিরিয়েই দলকে প্রথম উপলক্ষ এনে দেন রিশাদ। ভাঙেন উদ্বোধনী জুটি। ভয়ংকর হয়ে উঠার আগে তাকে ২৮ বলে ৩১ রানে ফেরান টেলরকে। ৬.৪ ওভারে ৪৪ রানে প্রথম উইকেটে হারায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় উইকেট তুলে নিতে অবশ্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়নি, পরের বলেই পেয়ে যায় তার দেখা৷ তিনে নামা আন্দ্রেস গোসকে গোল্ডেন ডাক উপহার দেন রিশাদ। উইকেটের পেছনে জাকেরের ক্যাচ বানান তাকে।

রিশাদ মাত্র ১ রানে ২ উইকেট তুলে নেয়ায় ভারসাম্য ফিরে ইনিংসে। যদিও তৃতীয় উইকেট জুটিতে মোনাক প্যাটেল ও অ্যারন জোন্স মিলে যোগ করেন ৬০ রান, তবে তাতে খরচ করেন ৫৬ বল!

১৬.১ ওভারে জোন্সকে ৩৪ বলে ৩৫ রানে ফিরিয়ে এই যুগলবন্দী ভাঙেন মোস্তাফিজ। পরের ওভারে এসে জোড়া আঘাত আনেন শরিফুল ইসলাম। কোরি আন্ডারসনকে ১১ ও শুরু থেকে ব্যাট করা মোনাককেও ফেরান তিনি। মোনাক আউট হন ৩৮ বলে ৪২ করে।

শেষ ওভারের প্রথম বলে হারমিত সিংকে ফেরান ২ বলে ০ রানে ফেরান মোস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ১৪৪ রানে। রিশাদ ২১ রানে ২, শরিফুল ২৯ রানে ২ ও মোস্তাফিজ ২ উইকেট নেন ৩১ রানে।


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল