যুক্তরাষ্ট্রের বিপক্ষেও পুরনো রূপে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মে ২০২৪, ২৩:০৫, আপডেট: ২২ মে ২০২৪, ০১:২২
যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ‘সমীহ’ থেকে বের হতে পারল না বাংলাদেশ। সব কিছু বদলে গেলেও ব্যাট হাতে টাইগারদের দেখা গেল সেই পুরনো রূপেই। পুরো ২০ ওভার ব্যাট করে কোনোরকমে পাড়ি দিয়েছে দেড় শ’ রানের গণ্ডি। আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান।
বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচে মাঠে নামে টাইগাররা। যা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের প্রথম আন্তর্জাতিক ম্যাচও বটে।
স্মরণীয় এমন ম্যাচে টসে হের আগে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। যুক্তরাষ্ট্রের সাথেও পেরে উঠেননি লিটন দাস। আজও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ১৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি, জাসদ্বীপ সিংহের বলে পড়েন এলবিডব্লিউর ফাঁদে।
ব্যর্থতার বেড়াজাল ভাঙতে পারেননি নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়কের অবস্থা আরো খারাপ, তিনি ফেরেন ১১ বলে মাত্র ৩ রানে। তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন টেলর।
এর আগে, টেলর ফেরান সৌম্য সরকারকেও। ভালো শুরু পেলেও এই ওপেনার ইনিংস বড় করতে পারেননি। থিতু হওয়ার আগেই তাকে ফেরান টেলর। আউট হন ১৩ বলে ২০ রান করে। ৭.২ ওভারে মাত্র ৫১ রানে হারায় ৩ উইকেট।
তাওহীদ হৃদয় পাঁচে নামা সাকিব আল হাসানকে নিয়ে চেষ্টা করেন হাল ধরার। তবে দেখেশুনে খেলতে থাকা সাকিব পারেননি সঙ্গ দিতে। ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ১২ বলে ৬ রানে। তাতে ১১.২ ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাওহীদ ঘুরে দাঁড় করান দলকে। গড়েন দুজনে ৪৭ বলে ৬৭ রানের জুটি। যদিও দু’জনের কেউ খুব একটা বাড়াতে পারেননি রানের গতি। মাহমুদউল্লাহ আউট হন ১৮.৪ ওভারে ২২ বলে ৩১ রানে।
শেষ ওভারে এসে আউট হন তাওহীদ। তবে এর আগে ৪০ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি। ফেরেন ৪৭ বলে ৫৮ রানে। ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন জাকের আলি। তিন ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট নেন স্টিভেন টেলর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা