১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা

বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা - সংগৃহীত

বিকেএসপিতে ঝড় তুললেন সাকিব আল হাসান। ঘটলো ১৭৮২ দিনের অপেক্ষার অবসান। প্রায় পাঁচ বছর পর স্বীকৃত ক্রিকেটে শতকের দেখা পেয়েছেন তিনি। ১৯৯ ইনিংস পর পাওয়া শতক সাকিব ছুঁয়েছেন মাত্র ৭৩ বলে।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে বাংলাদেশ দল মুখোমুখি হবে জিম্বাবুয়ের। তবে এই ম্যাচে থাকছেন না সাকিব, নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে ডিপিএলে খেলছেন তিনি। যেখানে তার প্রস্তুতিটা হচ্ছে বেশ ভালোভাবেই।

প্রথম ম্যাচে ৫৬ বলে ৪৯ রানের ইনিংস খেলার পর শুক্রবার দেখা দিলেন আরো বিধ্বংসী রূপে। লিস্ট এ ক্রিকেটে তুলে নিয়েছেন নিজের দশম শতক। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে শতকের পর এই প্রথম তিন অঙ্কের ঘরে পৌঁছালেন তিনি। যা ১৯৯ ইনিংস পর!

সাকিব শতক পূরণ করেন মাত্র ৭৩ বলে। অবশ্য এরপর আর ইনিংস বড় করতে পারেননি। প্রখর রোদে ক্লান্ত সাকিব ফেরেন ৭৯ বলে ১০৭ রানে। তিনি ৯ চারের সাথে ছক্কা হাঁকান ৭টি।

সাকিব ভালো করলেও প্রত্যাশা মতো ভালো করেনি তার দল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে তারা। ১৮.১ ওভারে তুলে মাত্র ৬৩ রান, হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে ফজলে মাহমুদের সাথে দলকে দেড় শ’ পাড় করান সাকিব। ফজলে আউট হন ৮০ বলে ৪৩ রানে।

এরপর ইয়াসির আলির সাথে মিলে যোগ করেন আরো ৭০ রান। ইয়াসিরও তুলে নেয় ফিফটি, খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮০ রান জমা হয় শেখ জামালের স্কোরবোর্ডে।


আরো সংবাদ



premium cement
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত শেখ হাসিনা চেয়েছিলেন একক কর্তৃত্ব কায়েম করতে : গোলাম পরওয়ার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর

সকল