জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২৪, ১৭:০২
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের দলে আছে বড়সড় চমক। গুঞ্জন সত্য করে ঘোষিত দলে নেই সাকিব আল হাসান৷ আইপিএলে ব্যস্ত মোস্তাফিজুর রহমানও নেই দলে। তবে দলে ফিরেছেন পারভেজ হাসান ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দীন। আছেন তানজিদ হাসান তামিম।
আগামী মে মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে অনুশীলন ক্যাম্পের জন্য আজ (মঙ্গলবার) দল ঘোষণা করে বিসিবি।
বাদ গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা এনামুল হক বিজয়, নাইম শেখ ও তাইজুল ইসলাম। তবে দুর্দান্ত ছন্দে থাকা শামীম পাটোয়ারীরও ঠাঁই হয়নি ১৭ সদস্যের দলে।
চলমান ডিপিএলে ভালো করেই নজর কেড়েছেন ইমন। ১২ ম্যাচে ৪৮.৭৫ গড়ে ৫৮৫ রান করেছেন তিনি। আছে দুটি সেঞ্চুরি। তানভীরও ফিরেছেন ডিপিএল দিয়ে। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি।
আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে ঢাকাতে।
অনুশীলন ক্যাম্পের জন্য বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা