আমির-আফ্রিদির রসায়নে চূর্ণ নিউজিল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৪, ০৬:২৫
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলল শনিবার। পাকিস্তানের জার্সি গায়ে একই ম্যাচে মাঠে নামেন শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ আমির। দু'জনের দারুণ রসায়নে ভেঙে চুরমার নিউজিল্যান্ডের ইনিংস। স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি কিউইরা।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রাওয়ালপিন্ডিতে শনিবার মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপে ১৮.১ ওভারে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে ১২.১ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে ফল আসেনি বৃষ্টি বাধায়। খেলা হয় মাত্র ২ বল। তবে আজ সুযোগ পেয়ে কিউইদের ধসিয়ে দেন পাক বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আসা-যাওয়ায় ব্যস্ত রাখেন ব্যাটারদের। সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চাপম্যান।
৩ ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট নেন আমির। তবে পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। ৩.১ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। জোড়া উইকেট নেন আবরার আহমেদ ও শাদাব খান
জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দ্বিতীয় বলেই সাইম আইয়ুবের উইকেট হারায় মাত্র ৪ রানে। অভিষেকটা রাঙানো হয়নি উসমান খানের, ৬ বলে ৭ রানে ফেরেন তিনি। মাঝে ১৩ বলে ১৪ রানে আউট হন বাবর আজম।
তবে সল্প এই লক্ষ্য পাড়ি দিতে খুব একটা বেগ পেতে হয়নি। মোহাম্মদ রিজওয়ানের ৩৪ বলে অপরাজিত ৪৫ ও ইরফান খান নিয়াজির ১৮ বলে ১৮* রানে সহজ জয় পায় পাকিস্তান। সেই সাথে সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা