বিশ্বকাপের ৮ মাঠ চূড়ান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ এপ্রিল ২০২৪, ০৬:১৬
আগামী এক দিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। ২০২৭ সালের বিশ্বকাপের ম্যাচগুলো হবে ওই দেশের আটটি স্টেডিয়ামে। তিন বছর আগেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের মাঠগুলো।
আগামী বিশ্বকাপের আয়োজক একা দক্ষিণ আফ্রিকা নয়। জিম্বাবুয়ে এবং নামিবিয়াও রয়েছে যৌথ আয়োজকের ভূমিকায়। ক্রিকেট সাউথ আফ্রিকা (ওই দেশের ক্রিকেট সংস্থা) বিশ্বকাপের জন্য আটটি মাঠকে চিহ্নিত করেছে। জিম্বাবুয়ে এবং নামিবিয়া অবশ্য এখনো মাঠ চূড়ান্ত করেনি।
ক্রিকেট সাউথ আফ্রিকার চিফ এক্সিকিউটিভ ফোলেতসি মোসেকি বলেছেন, ‘বিজ্ঞানসম্মত ভাবে সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের মাঠগুলো চূড়ান্ত করেছি আমরা। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলো বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, ওই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি।’
আইসিসি স্বীকৃত ১১টি স্টেডিয়াম রয়েছে দক্ষিণ আফ্রিকায়। এসবের মধ্যে থেকে তালিকায় জায়গা পায়নি বেনোনি, জেবি মার্কস ওভাল এবং ডায়মন্ড ওভাল। বিভিন্ন অসুবিধার কারণে বিশ্বকাপের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে তিনটি স্টেডিয়ামকে।
নির্বাচিত আটটি স্টেডিয়াম হলো স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।
বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। তবে নামিবিয়াকে আফ্রিকার যোগ্যতা অর্জন পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা