১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা : বাবর

বাবর আজম। - ফাইল ছবি

স্ট্রাইক রেট নয়, মাঠে খেলতে নামলে দলের জয়কেই বেশি প্রাধান্য দেন বলে মন্তব্য করেছেন পাকিস্তান সাদা বলের সংস্করণে দ্বিতীয়বারের মত সদ্যই অধিনায়ক হওয়া বাবর আজম।

তিনি জানান, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা। কিন্তু আমি দলের জয়ের দিকেই বেশি মনোনিবেশ করি। স্ট্রাইক রেট ভিন্ন গল্প।

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান যুগে সেরা ব্যাটারদের একজন বাবর। কিন্তু বাবরের স্ট্রাইক রেট নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে।

কিন্তু সমালোচকদের সমালোচনায় ক্ষুব্ধ বাবর। পডকাস্টে এক সাক্ষাৎকারে বাবর বলেন,‘আপনি সব সময় সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। আমার মনোনিবেশ থাকে দলের হয়ে মাঠে জয়ে। কিভাবে ইনিংস বড় করতে হবে এবং কিভাবে স্ট্রাইক রেট ধরে রাখতে হবে, সেটি আমার বিষয়।’

বাবর আরো বলেন,‘দেখুন স্ট্রাইক রেট একটি ভিন্ন গল্প, ইনিংস গড়া এবং ম্যাচ জয় করা দু’টি ভিন্ন জিনিস। আপনি যখন একটি ম্যাচ জিতবেন, তখন দু’টি জিনিসই হয়ে যাবে।’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ে তোলার চেষ্টা এবং কিছু ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে সতর্কতার সাথে খেলতে হয় বলে জানান বাবর। তিনি বলেন,‘কখনো কখনো আপনি স্বাধীনভাবে খেলতে পারবেন না। কারণ আপনাকে বড় ইনিংস খেলতে হবে। আপনার হাতে উইকেট থাকলে ২শ স্ট্রাইক রেটে খেলতে পারেন।’

প্রতিটি খেলোয়াড়ের আলাদা পরিকল্পনা এবং ভূমিকা থাকে। কিন্তু কিছু মানুষ সবসময়ই তার ব্যাটিং নিয়ে সমালোচনা করায় ক্ষুব্ধ বাবর,‘আমি বুঝতে পারি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন সমস্যা হয়। তারা বলবে এটা ১৫০ না হয়ে ১৭০ হওয়া উচিত ছিলো। আমি যদি ১৭০ স্ট্রাইক রেটে খেলি, তারা বলবে এটা ২০০ হওয়া উচিৎ ছিল। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে। আমি নিজেকে অন্য কারো সাথে তুলনা করতে পছন্দ করি না।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল