পাকিস্তানি ক্রিকেটারের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৪১
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ওসমান খানের ওপর ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ইউএই বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, উসমান খান আমিরাত ক্রিকেট বোর্ডকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং সুযোগের অসৎ ব্যবহার করেছেন।
শনিবার ডেইলি জংগ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে যে- আমিরাত ক্রিকেট বোর্ড দাবি করেছে- ওসমান খান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে বাধ্য ছিলেন কিন্তু তিনি তা লঙ্ঘন করেছেন।
সাম্প্রতিক আইএলটি টি-টোয়েন্টিতে আমিরাতের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলার সময় ওসমান খানের সাথে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি বার্ষিক চুক্তিও সম্পাদন করেছে।
আমিরাত ক্রিকেট বোর্ড বলছে, ওসমান খান ওই চুক্তি লঙ্ঘন করেছেন, যার ফলস্বরূপ তিনি ৫ বছর ইউএই বোর্ডের অধীনে কোনো ইভেন্টে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, উসমান খান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ বছর একজন বিদেশী খেলোয়াড় হিসেবে মুলতান সুলতানসের প্রতিনিধিত্ব করেছেন। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড উসমান খানকে পাকিস্তান দলের ক্যাম্পে অন্তর্ভুক্ত করে। পাকিস্তান ক্যাম্পে আসার পর উসমান খান সংযুক্ত আরব আমিরাতকে চুক্তি বাতিলের নোটিশ পাঠান। এরপরই ইসিবি তার ওপর এই নিষেধাজ্ঞা দিলো।
সূত্র : ডেইলি জংগ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা