জয়ের জন্য বাংলাদেশকে টপকাতে হবে রানের পাহাড়
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ এপ্রিল ২০২৪, ১১:৫৩, আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:৫৬
বাংলাদেশকে জয়ের জন্য বিশাল লক্ষ্য ছুড়ে দিল শ্রীলঙ্কা, যা পাড়ি দিতে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। টপকাতে হবে পাঁচ শতাধিক রানের পাহাড়। এর আগে যা করে দেখাতে পারেনি কেউ! ফলে জিততে হলে অবিশ্বাস্য কিছু করতেই হবে শান্তদের।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৫১১ রান।
ক্রিকেট ইতিহাসে এতো রান তাড়া করে জেতার নজির নেই আর কখনো। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। সিলেট টেস্টেও জয়ের জন্য বাংলাদেশকে সমান লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্ক, তবে বাংলাদেশ সেই ম্যাচ হেরে যায় ৩২৮ রানে। এবার বদলাবে তো গল্পটা?
চতুর্থ দিনে একটা উইকেটেরই দেখা পায় বাংলাদেশ। সাকিব আল হাসানের হাত ধরে আসে একমাত্র উদযাপনের উপলক্ষ। বিশ্বসেরা এই অলরাউন্ডারের শিকার হন এঞ্জেলা ম্যাথিউস। প্রতিদ্বন্দ্বী এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেন সাকিব।
তবে আউট হওয়ার আগে ফিফটি তুলে নেন ম্যাথিউজ। আউট হন ৭৪ বলে ৫৬ রানে। তবে ২৮ রানে অপরাজিত ছিলেন প্রতাভ জায়সুরিয়া।
এর আগে প্রথম ইনিংসে ৫৩১ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১৭৮ রানে। ৩৫৩ রানের লিড পায় সফরকারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা