১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ - সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজই অনেকটা নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। কোন পথে এগোলে মিলবে সাফল্য, বুঝা যাবে তাও। তবে লড়াই করতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশকে।

কী করতে হবে, সেটাও আর অজানা নয়। চট্টগ্রাম টেস্টে পাল্লা দিতে বড় সংগ্রহ গড়তে হবে বাংলাদেশকেও। তবে তার আগে সোমবার দিনটা নিজেদের করে চাইছে স্বাগতিকরা। প্রাথমিক লক্ষ্য সারাদিন ব্যাট করা।

এ প্রসঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাটিং কোচ ডেভিড হেম্প সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ আমরা ৪৭৬ রানে পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।’

বাস্তবতাও তাই বলছে। যদিও তা বাংলাদেশের জন্য সমীকরণটা বেশ কঠিন, যদিও অসম্ভব নয়। চট্টগ্রামের রান প্রসবা মাঠে দেখেশুনে সকালটা পাড়ি দিতে পারলেই ভালো কিছু সম্ভব। তবে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। গড়তে হবে বড় জুটি। জাকির-নাজমুলরা তা করতে পারবেন বলে আস্থা আছে হেম্পের।

তিনি বলেন, ‘ওরা ভালো খেলোয়াড়। এখন তাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে। কোন বলটা মারতে হবে, কোনটা থামাতে হবে, তা দেখতে হবে। ভালো ব্যাটাররা ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেয় এবং সেটা লম্বা সময় ধরে নেয়। আপনাকে বোলারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

তবে উদ্বোধনী জুটি থেকে বড় ফায়দা নিতে পারেনি স্বাগতিকেরা। দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৫৫ রানেই ১ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ফেরেন ২১ রানে। তবে জাকির হাসান ২৮ ও তাইজুল ইসলাম ০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন।

তবে নতুন দিনে এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভার শেষে ১ উইকেটে ৮২ রান। এখনো লঙ্কানদের থেকে পিছিয়ে ৪৪৯ রানে। জাকির ৪৮ ও তাইজুল ব্যাট করছেন ৬ রানে।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল