১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উইকেট তুলে নিলেও স্বস্তিতে নেই বাংলাদেশ, ছুটছে শ্রীলঙ্কা

- ছবি - ইএসপিএন

সাকিব আল হাসানের হাত ধরেই এলো দিনের প্রথম উপলক্ষ। দীনেশ চান্দিমালকে ফিরিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ভেঙেছেন ভয়ঙ্কর হয়ে উঠা পঞ্চম উইকেট জুটি। সব মিলিয়ে খানিকটা স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।

৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে সকালটা কেটে যায় উইকেটশূন্যই। তবে প্রথম দিনের মতো পুরো সেশন উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি, ১০৫.২ ওভারে চান্দিমালকে ফেরান সাকিব।

আউট হওয়ার আগে অধিনায়কত্ব ধনঞ্জয়া ডি সিলভার সাথে ৮৬ রানের যুগলবন্দী গড়ে তুলেছিলেন চান্দিমাল। দু’জনেই ফিফটি তুলে চোখ রাঙাচ্ছিলেন স্বাগতিকদের। ১০৪ বলে ৫৯ রান করা চান্দিমালকে লিটন দাসের ক্যাচ বানান সাকিব।

তবে লঙ্কানদের আটকে রাখা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে পাড়ি দিয়েছে ৪০০ রানের গণ্ডি। ১১২ ওভারে ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৪০১। ধনঞ্জয়া ৬৩ ও কামিন্দু মেন্ডিস ব্যাট করছেন ১৪ রানে।


আরো সংবাদ



premium cement