জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ১২:২৮, আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১৪:১২
দীর্ঘ সময় জাতীয় দলের বাহিরে ছিলেন সৌম্য সরকার। তবে প্রত্যাবর্তন বেশ ভালোই হয় তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের বিধ্বংসী ইনিংসের পর শ্রীলঙ্কার বিপক্ষেও পান রানের দেখা। তবে অতি সুখ যেন কপালে সইলো না। চোট পেয়ে মাঠের বাহিরে এই অলরাউন্ডার।
বাংলাদেশ-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সৌম্য। চোট সারাতে এখন পুরোপুরি বিশ্রামে আছেন এই ব্যাটার। তবে জিম্বাবুয়ে সিরিজে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। একটু বেশিই গভীর চোটের অবস্থা।
বৃহস্পতিবার দেশের একটি সংবাদমাধ্যমের সাথে সৌম্যর চোট নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। যেখানে তিনি বলেন, ‘সৌম্যকে আমরা তিন সপ্তাহের কমপ্লিট রেস্ট দিয়েছি। মাত্র এক সপ্তাহ শেষ হলো, আগামী ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে।’
সৌম্যর মাঠে ফিরতে কেমন সময় লাগবে, এই প্রশ্নের জবাবে স্পষ্টভাবে কিছু না বললেও একটা ইঙ্গিত দিয়েছেন দেবাশীষ। তিনি বলেন, ‘আমার পারসোনাল একটা ভিউ আছে, ওটা তো বলে লাভ নেই। আমার ধারণা দেড় মাসের আগে না।’
মে মাসের শুরুতে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ মে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শুরু থেকে সৌম্যকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে দেবাশীষ বলেন, ‘এটা ৬ এপ্রিল বলতে পারব, এখন বলাটা টু আর্লি। কেন না এপ্রিলের শেষে জিম্বাবুয়ে আসবে।’
তিনি যোগ করেন, ‘আমরা ২১ দিন পর এমআরআই করব উন্নতি কেমন হচ্ছে দেখার জন্য। আপাতত অফিসিয়ালি তিন সপ্তাহ রেস্ট, তারপর রিভিউ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা