১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘরের মাঠে ধবলধোলাই বাংলাদেশ

ঘরের মাঠে ধবলধোলাই বাংলাদেশ - ফাইল ছবি

সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল, সুযোগ ছিল ধবলধোলাই এড়ানোর। তবে সেখানেও রেহাই মিলল না। ঘরের মাঠে ধবলধোলাইয়ের লজ্জায় নিগার সুলতানা জ্যোতিরা। শেষ ওয়ানডেতেও দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার কাছে।

বুধবার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। যেখানে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৮.৩ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আগের দুই ম্যাচেও পারেনি তিন অঙ্কের ঘরে পৌঁছাতে। প্রথম ম্যাচে ৯৫ ও দ্বিতীয় ম্যাচে ৯৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। তাই এই ম্যাচে ভালো কিছু করতে মরিয়া ছিল বাংলাদেশ। একাদশেও আনে পরিবর্তন। তবে তাতে ভাগ্যে পরিবর্তন আসেনি। বরং এবার পৌঁছানো হয়নি নব্বইয়ের ঘরেও!

রান তোলার আগেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুমাইয়া আক্তার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর অবশ্য বাকিরাও আসা-যাওয়ার মিছিলে নাম লেখান। আরেক ওপেনার ফারজানার ব্যাটে আসে ৫ রান।

১০.৫ ওভারে ৩২ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। যেখানে মুর্শিদা খাতুন ৮, রিতুন মনি ১ ও ফাহিমা খাতুন ফেরেন ০ রানে।

এরপর নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার মিলে গড়েন ৩৯ বলে ২১ রানের জুটি। যেখানে ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেন নিগার সুলতানা। স্বর্ণা করেন ২৭ বলে ১০ রান। ৬৩ রানে ৯ উইকেট হারায় টাইগ্রীসরা।

শেষ উইকেটে গিয়ে মারুফা আক্তার ও সুলতানা খাতুন যোগ করেছেন ২২ বলে ২৬ রান, ইনিংসে সর্বোচ্চ জুটি সেটিই। সুলতানা ১০ ও মারুফা করেন ১৫ রান। ৩টি করে নিয়েছেন পেসার কিম গার্থ ও স্পিনার অ্যাশলেই গার্ডনার।

৯০ রানের লক্ষ্যে দুই অস্ট্রেলিয়ান ওপেনার মিলে করেন ৪৩ রান। সুলতানার বলে ফিরতি ক্যাচ দিয়ে ২৭ বলে ১২ রান করা লিচফিল্ড থামলে ভাঙে ওপেনিং জুটি। ৩৪ বলে ৩৩ রান করে হিলি এলবিডব্লিউ রাবেয়ার বলে। ৫৪ রানে ২ উইকেট হারায় অজিরা

তবে বেথ মুনি ও এলিস পেরি এরপর বেশি সময় নেননি। দু’জনের অবিচ্ছিন্ন ৩৪ বল ৩৯ রানের জুটিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার একপেশে জয়। মুনি ২২ বলে ২১ ও এলিসা পেরি করেন ২৮ বলে ২৭ রান।


আরো সংবাদ



premium cement