৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ, ভারতীয় দলে চমক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ, ভারতীয় দলে চমক - ফাইল ছবি

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপে নামার আগে এই সিরিজ ভারতের শেষ প্রস্তুতির মঞ্চ হতে চলেছে। সোমবার রাতে অজিদের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। আর সেই দল ঘোষণায় রয়েছে বড়সড় চমক।

তিন ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুই ভাগে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম দুটি ম্যাচের জন্য আলাদা দল ও তৃতীয় ওডিআইয়ের জন্য আলাদা। প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে মহাচমক। বদলে গেছে অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম। বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। প্রথম ও দ্বিতীয় ওডিআইতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল ও সহ-অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। এছাড়া বিশ্বকাপের যে প্রাথমিক স্কোয়াড রয়েছে তার বাইরে রয়েছে একাধিক অন্য নাম। রবিচন্দ্রন অশ্বিনকেও দলে সামিল করা হয়েছে।

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড : কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, মোহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement