টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
- ৩০ আগস্ট ২০২৩, ১৫:০৭, আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১৫:৪৩
অবশেষে অপেক্ষার অবসান। পর্দা উন্মোচন হলো ২০২৩ এশিয়া কাপের। নানা শঙ্কা দূর করে মুলতানে গড়াল উদ্বোধনী ম্যাচের টস। যার ফলে প্রায় ১৬ বছর পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট গড়াচ্ছে পাকিস্তানের মাটিতে। সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপ আয়োজন হয়েছিল পাকিস্তানে।
আজ বুধবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নেপাল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে হিমালয় পাদদেশের দল নেপাল। প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখিও হলো তারা। এর আগে কখনোই কোনো ফরম্যাটে এই দুই দলের দেখা হয়নি।
পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।
নেপাল একাদশ : রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দ্বীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা