ফের স্বপ্নভঙ্গ, ইমার্জিং এশিয়া কাপ ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২৩, ১৪:০৪
ইতিহাস লেখা হলো না বাংলাদেশের। ফের ভারতের কাছে স্বপ্নভঙ্গ, আরো একবার সঙ্গী হলো আক্ষেপ। ফাইনালে ভারত জুজু কাটছেই না যেন আর। এবার নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে হার। ভারতের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।
হংকংয়ের মিশন রোড ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হয় দুই দল। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারতীয় নারী দল। বাংলাদেশকে ১২৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় দলটি। জবাবে বাংলাদেশ নারী দল ৯৬ রানের বেশি করতে পারেনি।
সম্ভাবনাময় শুরু পায় ভারত দল। উদ্বোধনী জুটিতে যোগ হয় ২৮ রান। অধিনায়ক স্বেতা সেরওয়াতকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা, স্বেতার ব্যাটে আসে ১৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট ইনিংসে ভর দিয়েই এগিয়ে যায় ভারত।
তিনে নামা দীনেশ ভ্রিন্দের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। তাছাড়া কনিকা আহুজা শেষদিকে ৩০ রানে থাকেন অপরাজিত। এছাড়া ২২ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ছেত্রি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পায় ভারত।
বাংলাদেশের হয়ে এই দিন মাত্র ১৩ রানে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। দুই উইকেট নেন সুলতানা খাতুনও। একটি করে উইকেট নেন সানজিদা আক্তার ও রাবেয়া খান।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল। দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি একাদশের আটজনই। সর্বোচ্চ ১৭ রান নাহিদা আক্তারের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় টাইগ্রীসরা।
যেখানে সোবহানা মোস্তারির ব্যাটে আসে ২২ বলে ১৬ রান। ১৩ রান করেন ওপেনার সাথি রানি। আর অতিরিক্তর খাতা থেকে আসে আরো ১৬ রান। বিপরীতে ভারতের হয়ে ১৩ রান খরচায় চার উইকেট নেন শ্রেয়াঙ্কা পাতিল। তিনটি উইকেট নেন মান্নাত ক্যাশপ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা