২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শীর্ষে সিলেট, প্লে অফ নিশ্চিত করেছে যে দলগুলো

- ছবি - ইন্টারনেট

শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। গতরাতে খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়ে বিপিএলকে বিদায় বলেছে সিলেট। চা পাতার দেশে হাতেগোনাদে অল্প সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হলেও, তাতেই মুগ্ধতা ছড়িয়েছে সিলেটিরা। ঢাকা-চট্টগ্রামের খড়া কাটিয়ে দর্শক ভর্তি স্টেডিয়ামে বিপিএলের আমেজ ছড়িয়েছে তারা।

এবার সিলেটের মাটিতে গড়িয়েছে মাত্র আটটি ম্যাচ, তাতে প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। যথারীতি শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। যদিও নিজেদের মাটিতে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে তারা, তবে পরের দুটো ম্যাচে আধিপত্য ধরে রেখে হাসিমুখেই সিলেট ত্যাগ করছে মাশরাফিরা। ফলে ১০ ম্যাচে ৮ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট।

এদিকে সিলেট পর্বে ধাক্কা খেয়েছে সাকিবের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে দাপট ধরে রেখে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ঢাকার কাছে হেরে যায় সাকিবের দল। তবে গতরাতে খুলনার বিপক্ষে কুমিল্লা জয় পেলে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হয় বরিশালের। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত হয়েছে কুমিল্লার।

অবশ্য বিপিএলে কুমিল্লার শুরুটা একেবারেই ভালো হয়নি। পর পর তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় তিনবারের শিরোপাজয়ী দলটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সালাউদ্দিনের শিষ্যরা, টানা ছয় ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা। যদিও ৯ ম্যাচে ৬ জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে, তবে গ্রুপ পর্বে এখনো তিন ম্যাচ বাকি আছে দলটার।

এক নজরে দলগুলোর অবস্থান

সিলেট স্ট্রাইকার্স : ১০ ম্যাচে ৮ জয় ও ২ হার, পয়েন্ট ১৬
ফরচুন বরিশাল : ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হার, পয়েন্ট ১২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৯ ম্যাচে ৭ জয় ও ৩ হার, পয়েন্ট ১২

এই তিন দলই প্লে অফ নিশ্চিত করেছে।

রংপুর রাইডার্স : ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হার, পয়েন্ট ১০
ঢাকা ডমিনেটর্স : ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হার, পয়েন্ট ৬
খুলনা টাইগার্স : ৯ ম্যাচে ২ জয় ও ৭ হার, পয়েন্ট ৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ৯ ম্যাচে ২ জয় ও ৭ হার, পয়েন্ট ৪


আরো সংবাদ



premium cement
সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে

সকল