আজম খান খুলনায়, রংপুরে যোগ দিলেন নিশানকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২২, ১২:১৪
বিপিএলের প্লেয়ার ড্রাফটের সম্ভাব্য তারিখ আগামী ২৩ নভেম্বর। এর আগেই অবশ্য দলগুলো নিজেদের যতটা পারে গুছিয়ে নিচ্ছে। তবে এতোদিন নীরব ছিল খুলনা টাইগার্স। তবে ড্রাফটের সপ্তাহ খানেক আগে বাঘের মতোই যন গর্জন দিয়ে উঠলো খুলনা।
তামিম ইকবাল খানকে দলে ভিড়িয়ে খুলনার চমকের শুরু। সন্ধ্যা নাগাদ শোনা যায় পাকিস্তানের হয়ে সদ্য বিশ্বকাপ খেলা নাসিম শাহ ও অভিজ্ঞ ওয়াহাব রিয়াজও নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে। আর সন্ধ্যার পর পাকিস্তান ও শ্রীলঙ্কার আরো দুই তারকা ক্রিকেটারের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্জাইজিটি।
পাকিস্তানের হয়ে কিছুদিন পূর্বেও জাতীয় দলে খেলা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান এবার বিপিএলে খেলবেন খুলনার হয়ে। খুলনার হয়ে খেলবেন লঙ্কান ক্রিকেটের পরিচিত মুখ আভিষ্কা ফার্নান্দো।
আভিষ্কা ফার্নান্দো যখন খুলনার হয়ে খেলা নিশ্চিত করেন, তখন আরেক হার্ড হিটার লঙ্কান তারক যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। পাথুম নিশানকা খেলবেন এবার রংপুরের জার্সি গায়ে। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই খবর করেছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। এর আগে শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও সিকান্দার রাজাকে দলে ভেড়ায় রংপুর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা