২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দ্বিতীয় টেস্টও খেলছেন না সাকিব, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

দ্বিতীয় টেস্টও খেলছেন না সাকিব, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে - ফাইল ছবি

আজ রাতেই দেশ ছাড়ছেন সাকিব আল হাসান। তবে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা নয়, তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

আজ রাতে পারিবারিক কারণে তাকে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তার পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী শিশির মায়ের কাছেই থাকেন। আর ছেলেমেয়েদের দেখাশোনা করেন সাকিব। আবার যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই শাশুড়ির। সে ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে।’

এর আগে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষেই সাকিব আল হাসান জানতে পারেন ঢাকায় তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পারিবারিক এমন ক্রাইসিস মুহূর্তে বিসিবির অনুমতিক্রমে ওয়ানডে সিরিজ শেষে জরুরিভিত্তিতে দেশে ফেরেন সাকিব।

যে কারণে দুই টেস্ট ম্যাচের সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

দেখুন:

আরো সংবাদ



premium cement