ব্যাটের পর বল হাতেও উজ্জ্বল মিরাজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২, আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৭
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশকে বড় স্কোর এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার বল হাতে ক্যারিবীয়দের বড় ধাক্কা দিয়েছেন এই অফস্পিনার। দুর্দান্ত খেলতে থাকা কাইল মেয়ার্সকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
এলবিডব্লিউ হওয়ার আগে ৬৫ বলে ৭ চারের সাহায্যে ৪০ রানের ইনিংস খেলেছেন মেয়ার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে ক্যারিবিয়ানরা। ব্যাটিংয়ে আছেন জার্মেইন ব্ল্যাকউড (২১) ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা (০)।
এর আগে টেস্টের দ্বিতীয় দিনে ১৫৮ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মিরাজ। তার ওই ইনিংসের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করে টাইগাররা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা