২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাকিবের পক্ষে এটাও সম্ভব!

হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে সাকিব - ছবি : অবসারভার

মাস দেড়েক হলো সেই ভদ্রলোক যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে। প্রোফাইল একেবারে খারাপ না। নিখাদ ক্রিকেট ভক্তরাও তাকে চেনে মিডিয়ার সুবাদে। তিনি জন লুইস। বাংলাদেশের ব্যাটিং কোচ। কিন্তু এই ব্যাটিং কোচের নামই জানেন না সাকিব আল হাসান। এটাও সম্ভব? বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে রোববার, যা বলা চলে ‘টক অব দ্যা ডে’।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন বন্দর নগরী চট্টগ্রামে। রোববার সকালে সাগরিকায় অনুশীলন করে তামিম ইকবালের দল। তবে সাকিব যখন নেটে এলেন ততক্ষণে অনুশীলন পর্ব প্রায় শেষ। আর তখনই ঘটে সেই ঘটনা।

নেটে যখন ব্যাটিংয়ের জন্য নামলেন সাকিব, তখন বোলিং প্রান্তে নেই কেউ। গার্ড নেয়ার জন্য ডাকার চেষ্টা করলেন অপর পাশে দাঁড়ানো ব্যাটিং কোচ জন লুইসকে। কিন্তু তার নামই মনে করতে পারছিলেন না সাকিব। ফলে ঠিকমতো ডাকতে পারলেন না। কখনো ব্যাটিং কোচ কখনো ব্যাটিং পরামর্শক নানা নামে ডাকতে শুরু করলেন।

তাতে সাড়া নেই লুইসের। বাধ্য হয়ে পাশের নেটে ব্যাট করা নাজমুল হোসেন শান্তকে সাকিব বলেন,‘এই ব্যাটিং কোচের নাম কি-রে?’ মনে করতে পারছিলেন না শান্তও। তবে কিছুক্ষণ ভেবে বললেন, জন।
তখন সাকিব নাম ধরে ডাকেন কোচকে। এবার সাড়া দেন এই ইংলিশ কোচ। তার পরামর্শে সব ঠিক করে নেন সাকিব। এরপর মজার ছলেই তাকে বলেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি না। তবে আমার হাতে এ মুহূর্তে কোনো বিকল্প নেই।’

নতুন ব্যাটিং কোচ। নাম ভুলে যাওয়াটাই অনেক ক্রিকেটারের বেলায় স্বাভাবিক। কিন্তু তারকা অলরাউন্ডার সাকিব বলেই বিষয়টি আলোচনার খোরাক জুগিয়েছে। কারণ ইতোমধ্যে সাকিবের সাথে জন লুইসের সাক্ষাতও হয়েছে। তারপরও কীভাবে নাম ভুলে গেলেন সাকিব?


আরো সংবাদ



premium cement
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন

সকল