২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাকিবের পক্ষে এটাও সম্ভব!

হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে সাকিব - ছবি : অবসারভার

মাস দেড়েক হলো সেই ভদ্রলোক যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে। প্রোফাইল একেবারে খারাপ না। নিখাদ ক্রিকেট ভক্তরাও তাকে চেনে মিডিয়ার সুবাদে। তিনি জন লুইস। বাংলাদেশের ব্যাটিং কোচ। কিন্তু এই ব্যাটিং কোচের নামই জানেন না সাকিব আল হাসান। এটাও সম্ভব? বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে রোববার, যা বলা চলে ‘টক অব দ্যা ডে’।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন বন্দর নগরী চট্টগ্রামে। রোববার সকালে সাগরিকায় অনুশীলন করে তামিম ইকবালের দল। তবে সাকিব যখন নেটে এলেন ততক্ষণে অনুশীলন পর্ব প্রায় শেষ। আর তখনই ঘটে সেই ঘটনা।

নেটে যখন ব্যাটিংয়ের জন্য নামলেন সাকিব, তখন বোলিং প্রান্তে নেই কেউ। গার্ড নেয়ার জন্য ডাকার চেষ্টা করলেন অপর পাশে দাঁড়ানো ব্যাটিং কোচ জন লুইসকে। কিন্তু তার নামই মনে করতে পারছিলেন না সাকিব। ফলে ঠিকমতো ডাকতে পারলেন না। কখনো ব্যাটিং কোচ কখনো ব্যাটিং পরামর্শক নানা নামে ডাকতে শুরু করলেন।

তাতে সাড়া নেই লুইসের। বাধ্য হয়ে পাশের নেটে ব্যাট করা নাজমুল হোসেন শান্তকে সাকিব বলেন,‘এই ব্যাটিং কোচের নাম কি-রে?’ মনে করতে পারছিলেন না শান্তও। তবে কিছুক্ষণ ভেবে বললেন, জন।
তখন সাকিব নাম ধরে ডাকেন কোচকে। এবার সাড়া দেন এই ইংলিশ কোচ। তার পরামর্শে সব ঠিক করে নেন সাকিব। এরপর মজার ছলেই তাকে বলেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি না। তবে আমার হাতে এ মুহূর্তে কোনো বিকল্প নেই।’

নতুন ব্যাটিং কোচ। নাম ভুলে যাওয়াটাই অনেক ক্রিকেটারের বেলায় স্বাভাবিক। কিন্তু তারকা অলরাউন্ডার সাকিব বলেই বিষয়টি আলোচনার খোরাক জুগিয়েছে। কারণ ইতোমধ্যে সাকিবের সাথে জন লুইসের সাক্ষাতও হয়েছে। তারপরও কীভাবে নাম ভুলে গেলেন সাকিব?


আরো সংবাদ



premium cement
সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন

সকল