০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

মাহমুদউল্লাহদের স্বস্তির জয়

- নয়া দিগন্ত

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য এমনিতেই নেমে এসেছিল ৪৭ ওভারে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়ানডে ম্যাচ রূপ নেয় টি-টোয়েন্টিতে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টে রোমাঞ্চ ছড়িয়ে স্বস্তির জয় পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশকে দলটি হারিয়েছে ৫ উইকেটে।

আগে ব্যাট করতে নেমে ২৩.১ ওভারে মাত্র ১০৩ রানে অল আউট হয় তামিম একাদশ। ছোট লক্ষ্যে মাহমুদউল্লাহ একাদশের শুরুটা ভালো ছিল না। তিনজন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এই চাপ সামাল দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। শেষ অবধি মুমিনুল হকের ৩৯ ও নুরুল হাসান সোহানের অপরাজিত ৪১ রানের সুবাদে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মাহমুদউল্লাহর দল। ৫০ ওভারের এই টুর্নামেন্টে এটা তাদের প্রথম জয়। প্রথম ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে হেরেছিলেন মাহমুদউল্লাহরা।

এর আগে টস জিতে মাহমুদউল্লাহ একাদশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। অধিনায়ককে হতাশ করেননি তার বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে আসা যাওয়ার মধ্যে ছিল তামিম শিবিরের সব ব্যাটসম্যানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তামিম (২)। রুবেলের বলে এলবিডব্লিউর শিকার তিনি। দুই তামিমের জুটি শেষ হয় ৯ রানে।

এরপর জুনিয়র তামিম ও এনামুল আশার আলো দেখালেও বেশিদূর যায়নি তাদের ইনিংস। জুনিয়র তামিম ২৭, বিজয় ২৫ রানে আউট হন। মাঝে আসা-যাওয়ার মিছিলে ছিলেন মিথুন (০), শাহাদাত হোসেন দিপু (১) ও মোসাদ্দেক হোসেন (৫)। ৬৮ রানেই তামিমের একাদশ হারায় ৬ উইকেট। পরবর্তীতে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের বদান্যতায় তিন অঙ্কে পৌঁছায় তামিম একাদশের ইনিংস। দুই পেসার রুবেল হোসেন ও সুমন খান নিয়েছেন ৩টি উইকেট। দুই স্পিনার মিরাজ ও বিপ্লব ভাগাভাগি করেন বাকি ৪ উইকেট।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল