২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

'ইচ্ছে করেই ভারতের কাছে ২০১১ বিশ্বকাপ হেরেছিল শ্রীলঙ্কা'

'ইচ্ছে করেই ভারতের কাছে ২০১১ বিশ্বকাপ হেরেছিল শ্রীলঙ্কা' - ছবি : সংগৃহীত

এবার হাটে হাঁড়ি ভাঙলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে। লঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী  বলছেন, ইচ্ছে করেই ভারতের কাছে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ২
এপ্রিল ২০১১। ৬ উইকেটে সাঙ্গাকারার দলকে হারিয়ে দেশে বিশ্বকাপ নিয়ে এসেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। টার্গেট ছিল ২৭৫ রানের। শেষ বলে ছক্কা মেরেই জয় নিশ্চিত করেছিলেন মাহি।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন মাহিন্দানন্দ। অর্থাৎ বিশ্বকাপ যে বছরটা খেলা  হয়েছিল, সে বছরও তিনি ছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। বর্তমানে তিনিই সে দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তি
দফতরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। বলছেন, "সেই সময়ে রহস্য ফাঁস করতে চাইছিলাম না।"

মাহিন্দানন্দের কথায়, "২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি গড়াপেটা হয়েছিল। আমি যা বলছি, খুব ভেবে  চিন্তেই বলছি। ঘটনাটা যখন ঘটেছিল, তখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম।" কিন্তু কী ভাবে এমনতর হাওয়ায়
ভাসানো দাবি? সপক্ষে প্রমাণ? সাবেক ক্রীড়ামন্ত্রীর কথায়, "আমার দেশের কথা ভেবে, এই বিষয়ে এর থেকে বেশি আর কিছুই বলতে পারব না। ২০১১ সালে সে দিন ভারতের বিরুদ্ধে আমরা চাইলেই জিততে পারতাম। খুব দায়িত্ব নিয়েই বলছি, এই বিষয়ে কোনো বিতর্কেও বসতে রাজি আছি। দেশের মানুষ এই ব্যাপারটা জানেন। এর মধ্যে আমি ক্রিকেটারদের জড়াতে চাই না।"

২০১১ সালের সেই দিনটা নিয়ে শ্রীলঙ্কা পরপর দু'বার ফাইনাল হেরেছিল। তার ঠিক চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল শ্রীলঙ্কা। ২০১১ সালের শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের অধিনায়ক
অর্থাৎ কুমার সাঙ্গাকারা বলছেন, এই ধরনের অভিযোগ তোলার আগে বিষয়টা খোলসা করে বলা উচিত। তবে এর আগে সে দিনের ফাইনাল ম্যাচ নিয়ে গড়াপেটার অভিযোগ উঠতে, দুই দলেরই প্লেয়ারেরাই
উড়িয়ে দিয়েছিলেন।

সাঙ্গাকারা বলছেন, "এটা খুবই গুরুতর অভিযোগ। তিনি যখন বলছেন, তার কাছে প্রমাণ রয়েছে, তাহলে আইসিসির অ্যান্টি করাপশন শাখায় বিষয়টির সম্পূর্ণ তদন্তের দাবি জানানো উচিত। তবেই পরিষ্কার হবে,
মন্ত্রী ঠিক বলছেন নাকি ভুল।" যদিও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দই এই অভিযোগ একা করলেন এমনটা নয়।
এর আগেও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা ২০১৭ সালে ঠিক এই একই অভিযোগ করেছিলেন। মাহেলা জয়বর্ধনে সেই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে ২৭৫ রানের গণ্ডিতে পৌঁছতে সাহায্য করেছিলেন। ভারত ব্যাট ধরে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেললেও বিরাট কোহলি ও গৌতম গম্ভীর কিছুটা সামলে নেন। তারপরে গৌতম ও ধোনি দুজনে চতুর্থ উইকেটে ১০৯ রানের একটা লম্বা  পার্টনারশিপ তৈরি করেন। শেষমেশ যুবি ও ধোনির যুগলবন্দির সুবাদেই ম্যাচ দিতে নেয় ভারত।

২০১৭ সালে রানাতুঙ্গা দাবি করেছিলেন, "সে সময়ে আমি ভারতেই ছিলাম। ফাইনালের দিন ধারাভাষ্যও দিয়েছিলাম। যখন আমরা হেরে গেলাম খুব দুঃখ পেয়েছিলাম। কিন্তু মনে একটা খটকা যেন লেগেইছিল সে
দিন। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে কী হয়েছিল, তা আমাদের তদন্ত করা উচিত। আমি এখনই সব বলতে পারব না। কিন্তু একদিন মুখ খুলবই।"

সূত্র : এই সময়


আরো সংবাদ



premium cement
সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি

সকল