১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইসিসির মানদণ্ডে বিশ্বমানের ক্রিকেট মাঠ প্রস্তুত করল গ্রিন ইউনিভার্সিটি

ড্রোন শটে গ্রিন ইউনিভার্সিটির খেলার মাঠ - ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র মানদণ্ডে ক্রিকেট মাঠ তৈরি করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় এ খেলার মাঠ প্রস্তুতকরণের কাজ শেষ হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই শিক্ষার্থীরা মাঠটিতে খেলতে পারবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

রাজধানীতে তৈরি করা এ মাঠটিতে আগামী মার্চ মাসে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট গড়ানোর কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর সাথে সামঞ্জস্য রেখে এই মাঠের ব্যাসার্ধ ৭০ থেকে ৮০ মিটারের মধ্যে রাখা হয়েছে। যদিও পুরো মাঠের আয়তন আরো বেশি। পিচ করা হয়েছে সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখে। কর্তৃপক্ষের বক্তব্য, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলোর পিচে যেসব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, এখানেও তাই করা হয়েছে।

নকশা অনুযায়ী মাঠটির দৈর্ঘ্য ৫০০ ফুট, প্রস্থ ৪০০ ফুট। চারপাশে রয়েছে ঘাসে মোড়ানো দর্শক গ্যালারি। এর মধ্যে দক্ষিণ পাশে গ্যালারিতে থাকছে খেলোয়ারদের বসার স্থান ও অন্যান্য অনুষঙ্গ। অন্যদিকে মাঠের দক্ষিণ-পশ্চিম কর্নারে প্রস্তুত হচ্ছে টেনিস, বাস্কেট বল, ভলিবল ও ব্যাটমিন্টন খেলার জন্য পৃথক কোর্ট। দিনের পাশাপাশি রাতে খেলার ব্যবস্থাও রাখা হচ্ছে মাঠটিতে। এজন্য থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ের নাম ‘গ্রিন’ শব্দের স্বার্থকতা খুঁজতে পুরো মাঠের চারপাশ সাজানো হয়েছে সিজিয়াম, ফাইয়াজ বেনজামিন, পাম গাছ এবং মিনি টগরসহ দেশি-বিদেশি নানা গাছ দিয়ে।

মাঠ দেখভালের দায়িত্বে থাকা বিকেএসপি কিউরেটর ও সংশ্লিষ্টরা জানান, মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠটি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এর পরিধি, সৌন্দর্য ও অন্যান্য সুবিধাও বাড়ানো হবে। রূপ দেয়া হবে মিনি স্টেডিয়ামে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মো: শহীদ উল্লাহ জানান, গ্রিন বিশ্ববিদ্যালয় সবসময়ই খেলাধুলাকে গুরুত্ব দিয়ে থাকে। এখানকার শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, খেলাধূলাসহ নানামুখী সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে ইতোমধ্যেই সাফল্য এনেছে। এর মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও রয়েছে। সদ্য প্রস্তুত হওয়া মাঠ সেই কার্যক্রমকে আরো গতিশীল করবে।

তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি ক্লাব গড়ে তোলা হয়েছে। যার মাধ্যমে ক্রিকেট ও ফুটবল তো বটেই; সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ধরণের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয়ের রুটিনওয়ার্কে পরিণত হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা

সকল