মিরাজের অদ্ভুতুড়ে ছক্কায় হতবাক কোহলি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০১৯, ২২:৩৬
মোহাম্মদ শামীর একের পর এক শর্ট বলে পরাস্ত হচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেই শামীকে তিনি মেরে দিলেন ছক্কা। অবশ্য বলতে গেলে মিরাজকে মারতে হয়নি। শামীর গোলার মতো ছুটে যাওয়া বল মিরাজের ব্যাটে লেগে নিজেই যেন সীমানা ছাড়া হয়ে গেল। শনিবার কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে এমন অদ্ভুতুড়ে এক ছক্কার দৃশ্য দেখা গেছে।
শামীর শর্ট বলটি মিরাজ ঠিক মতো খেলতে না পরলেও ব্যাটের কানা ছুঁয়ে ব্যাট ও স্ট্যাম্পের মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে পড়ে একেবারে পেছনের গ্যালারিতে। বলের উচ্চতা এত বেশি ছিল যে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা এবং বাউন্ডারি লাইনে থাকা পূজারাকে তা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না।
এমন অদ্ভুতুড়ে ছয় দেখে অবাক হয়ে যান ভারতীয় ফিল্ডাররাসহ মিরাজও। আর স্বাগতিকদের অধিনায়ক বিরাট কোহলি তো রীতিমতো মাথায় হাত দিয়ে বসেন।
ঘটনার ভিডিও শেয়ার দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে ক্যাপশনে বলা হয়েছে ‘কীভাবে এটা ছক্কা হলো?’
তবে নড়বড়ে ব্যাটিং করা মিরাজ ভালোই সঙ্গ দিয়েছিলেন মুশফিকুর রহিমকে। তাদের জুটিতে আসে ৫১ রান। তবে শেষ পর্যন্ত ইশান্ত শর্মার অফ স্টাম্পের বাইরে বলে টোকা দিয়ে স্লিপে বিরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় মিরাজকে। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা