২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বকাপে সহ-আয়োজক হতে চায় বাংলাদেশ

-

২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে ভারতে। দেশটির সাথে সহ-আয়োজক হতে চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদমাধ্যমকে এমন তথ্যই দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

উপমহাদেশে এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে অনুষ্ঠিত আসরগুলোর কোনোটিই এককভাবে আয়োজিত হয়নি। ১৯৮৭ বিশ্বকাপে ভারতের সাথে ছিল পাকিস্তান। ১৯৯৬ বিশ্বকাপে ছিল ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা। আর ২০১১ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার সাথে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপে ভারতের সাথে সহ-আয়োজক হতে চাচ্ছে বিসিবি।

সূত্র মতে, নকআউট পর্বের ম্যাচ যদি নাও পাওয়া যায়, অন্তত লিগ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো যেন নিজেদের মাঠে আয়োজন করতে পারে সে চেষ্টাই করা হচ্ছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘চেষ্টা করছি সহ-আয়োজক হতে। যদি পূর্বাচলে নতুন স্টেডিয়ামটি করতে পারি তা হলে কিছু ম্যাচ এখানে নিয়ে আসার বিষয়টি বলতে আমাদের সহজ হবে। সম্ভাবনা আছে। একেবারে যে নেই, তা কিন্তু নয়। এটি নিয়ে ওদের (ভারতের) কারো সাথে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’

এ ক্ষেত্রে বিসিবি নিশ্চয়ই তাকিয়ে থাকবে বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির দিকে। সৌরভের বোর্ড সভাপতি হওয়াটা বড় সুখবর মনে করছেন নাজমুল, ‘এটি খুব ভালো খবর যে সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হয়েছে। আমাদের জন্য মনে হচ্ছে খুবই ভালো হবে। তার সাথে সব সময়ই ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ছিল। এটা আরো ভালো হবে।’

২০২৩ বিশ্বকাপের সহ-আয়োজক হতে পারবে কি না, সেটা এখনো বলা না গেলেও ২০২১ সালে প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে পাকিস্তান সফর নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

পাপনের ভাষায়, ‘আইসিসি সভায় পাকিস্তান সিরিজ নিয়ে কোনো কথা হয়নি। আমাদের একটি পর্যবেক্ষণ দল যাবে। পর্যবেক্ষণ দলের দেয়া রিপোর্টের ওপর সব কিছু নির্ভর করছে। আগামীকাল পর্যবেক্ষক দল যাওয়ার কথা। নিরাপত্তা যদি ঠিক না থাকে তাহলে কোনো লাভ হবে না।’


আরো সংবাদ



premium cement
চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের ইসলামাবাদের বিক্ষোভের স্থগিত ঘোষণা পিটিআইয়ের নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত হিজবুল্লাহর সাথে অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন ইসরাইলের

সকল