২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দ্বিতীয় টেস্টও ভারতের মুঠোয়

দ্বিতীয় টেস্টও ভারতের মুঠোয়
ইশান্ত শর্মা - ছবি : সংগৃহীত

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয়ের পথে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিরাটদের ঝুলিতে যাচ্ছে- তা এক প্রকার নিশ্চিত। কারণ তৃতীয় দিন শেষে ক্যারিবিয়দের করতে হবে ৪২৩ রান, যা অসম্ভবই বলা যায়। কাল ভারতের দেয়া ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে ৪৫ রানেই দুই উইকেট হারিয়ে বসে তারা।

এর আগে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় ওয়েন্ডিজ। প্রথম ইনিংসে ৪১৬ রান করে ভারত।

ক্যারিবিয়দের বেহাল দশার পর আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ৪ উইকেটে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে তারা। ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষে ৪৫ রান করে।

এর আগে প্রথম ইনিংসে ভারতের হনুমা বিহারি সেঞ্চুরি করেন। ৮টি চারে ৮০ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। ষষ্ঠ টেস্টেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ১৬টি চারে ২২৫ বলে নিজের নান্দনিক ইনিংসটি সাজান বিহারি। সাজঘরে ফিরেন আরো ১১ রান যোগ করে।

এছাড়া হাফসেঞ্চুরি করেন অধিনায়ক বিরাট কোহলি। ১০ বাউন্ডারিতে ৭৬ রান করেন তিনি।

৫৫ রান করেন মায়াঙ্ক আগারওয়াল আর ৫৭ রান করেন ইশান্ত শর্মা।

ভারতের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে মহাবিপদেই পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের প্রথম পাঁচ ব্যাটসম্যানকেই শিকার করেন বুমরাহ। এরমধ্যে ড্যারেন ব্রাভো-শামারাহ ব্রুকস ও রোস্টন চেজকে পরপর তিন বলে আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন বুমরাহ। তবে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে কোনো উইকেট পাননি তিনি।


আরো সংবাদ



premium cement