সিলেটের অধিনায়ক পরিবর্তন, টস জিতে বোলিংয়ে রাজশাহী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৭
কনুইয়ের ইনজুরিতে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন ডেভিড ওয়ার্নার। ফলে সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব পেয়েছিলেন সোহেল তানভীর। দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন মাত্র এক ম্যাচ।
গেল মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে হারের পর তার হাত থেকে অধিনায়কের আর্মব্যান্ড খুলে নিয়েছে সিলেট।নিজেদের অধিনায়ক পরিবর্তনের ব্যাপারে আগেভাগে কিছুই জানায়নি সিলেট ফ্র্যাঞ্চাইজি।
রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে টসের সময়ই জানা গেলো এ ম্যাচের অধিনায়ক সোহেল তানভীর নন, অলক কাপালি। তিনিও ঠিক কয় ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছেন সে ব্যাপারেও কিছু জানায়নি সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ।
সিলেটে অধিনায়কত্ব নিয়ে নিজের প্রথম টস ভাগ্যটা পাশে পাননি অলক। টসে জিতেছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার। টসে হেরে আগে ব্যাটিং করবে নতুন অধিনায়ক অলকের সিলেট সিক্সার্স।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা