২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ, বড় চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

সেঞ্চুরির পর বেন ডাকেট - ছবি : সংগৃহীত

স্টার্ক-কামিন্সদের অভাব হাড়ে হাড়ে টের পেল অস্ট্রেলিয়া। অজিদের নতুন বোলিং লাইনআপের বিপক্ষে সাচ্ছন্দ্যেই খেললো ইংলিশরা। ৮ উইকেটে তুলেছে রেকর্ড ৩৫১ রান। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেখানে টসে জিতে ইংলিশদের আগে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

এদিন ম্যাচের আগের থেকেই আলোচনায় অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স নেই ও জশ হ্যাজলউডদের কাউকে ছাড়া ১২ বছর পর কোনো টুর্নামেন্ট খেলছে অজিরা।

এই ত্রি-রত্নের না থাকার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়া দলে। ইংল্যান্ডের বিপক্ষে সাতজন বোলার ব্যবহার করতে হয়েছে স্মিথকে। বল হাতে নিয়েছেন লাবুশেনেও। তবুও ইংলিশরা তুলেছে সাড়ে তিন শতাধিক রান!

যদিও শুরুটা ভালো ছিল অজিদের। ৪৩ রানে ২ উইকেট তুলে নেয় ইংল্যান্ডের। ফিলিপ সল্ট ১০ ও জেমি স্মিথ আউট হোন ১৫ রান করে। তবে বেন ডাকেট ও জো রুট মিলে ধরেন হাল। শুরুর চাপ সামলে এগিয়ে নেন দলকে।

দু’জনের ১৫৫ বলে ১৫৮ রানের জুটি ভাঙে ৩১ ওভারে এসে। ততক্ষণে দুই শতাধিক রান উঠে গেছে স্কোরবোর্ডে। ৭৮ বলে ৬৮ রান করে আউট হোন রুট। তবে তিন অংকে পৌঁছান ডাকেট। তুলে নেন সেঞ্চুরি।

এদিকে, হ্যারি ব্রুক (৩) দ্রুত ফিরলে অধিনায়ক বাটলারের সাথে হয় তার ৪২ বলে ৬১ রানের জুটি। ২১ বলে ২৩ রান করে আউট হন বাটলার। তবে আগ্রাসী হয়ে উঠে ডাকেটের ব্যাট। লিভিংস্টোন ফেরেন থিতু হওয়ার আগেই, ১৪ রানে।

৪৭.২ ওভারে দলীয় ৩২২ রানে এসে থামেন ডাকেট। লাবুশানের শিকার হবার আগে ১৪৩ বলে খেলেন ১৬৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এরপর জফরা আর্চার ১০ বলে অপরাজিত ২১ রান তুললে সাড়ে তিন শ’ পার হয় ইংল্যান্ড।

অজিদের হয়ে বেন ডর্সিস ৩, এডাম জাম্পা ও লাবুশানে নেন ২টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement