২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

আফগানিস্তানের বড় হার, জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

আফগানিস্তানের বড় হার, জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার - সংগৃহীত

আসর শুরুর আগে বড় হুংকার দিলেও মাঠের ক্রিকেটে তেমন কিছুই করতে পারলো না আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো উড়ে গেছে রশিদ খানরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে বি গ্রুপের প্রথম ম্যাচে শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হেরেছে আফগানরা। করাচিতে টস জিতে আগে ব্যাট করে ৩১৫ রান করে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয় তারা।

আসর শুরুর আগে সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি বলেছিলেন, অংশগ্রহণ নয়, শিরোপা জিততে এসেছেন। তবে তার সেই চাওয়া প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ তার দল।

বল হাতে রশিদ খানরা মন্দের ভালো থাকলেও ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। বড় লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন দরকার ছিল, সেটা পায়নি আফগানিস্তান। টপ অর্ডারের ব্যর্থতার ধারা অব্যহত ছিল মিডল অর্ডারেও।

বিশেষ করে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারা ভুগিয়েছে আফগানদের। রহমত শাহের ৯২ বলে ৯০ রানের ইনিংস ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। কেউ পারেননি বিশ রানে পৌঁছাতে। ১৮ রান করে করেন আজমতুল্লাহ ও রশিদ খান।

বল হাতে প্রোটিয়া পেসার কাগিজো রাবাদা ৩, লুঙ্গি এনগিডি ২ ও ওয়েইন মুল্ডার নেন ২ উইকেট। কেশভ মহারাজ ও জানসেন নেন একটা করে উইকেট।

দক্ষিণ আফ্রিকা যে বড় লক্ষ্যের দিকে ছুটছে তা বুঝা যায় দ্বিতীয় উইকেট জুটিতেই। টনি ডি জর্জি ১১ বলে ১১ রানে আউট হবার পর রায়ান রিকেল্টন আর টেম্বা বাভুমা মিলে গড়েন ১২৯ রানের জুটি। ততক্ষণে স্কোরবোর্ডে ২৮.৫ ওভারে ১৫৭ রান।

বাভুমা ফেরেন ৫৮ রান করে। তবে এরপর ভ্যান ডুসেনের সাথে ৪৪ রানের জুটি গড়ার পথে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু ১০৬ বলে ১০৩ করে রান আউট হোন তিনি। তবে এরপর দায়িত্ব তুলে নেন মার্করাম।

ডুসেন ৪৬ বলে ৫২ রান করে আউট হন। ৩৬ বলে সমান ৫২ রানে অপরাজিত থাকেন মার্করাম। তবে মিলার শেষ দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি, ১৮ বলে করেন ১৪ রান। মুল্ডার অপরাজিত থাকেন ১২ রানে।

আফগানদের হয়ে নবি ২, ফজল হক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমেদ একটি করে উইকেট পান।


আরো সংবাদ



premium cement
৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান সোনাগাজীতে যুবদলের সাথে যুবলীগের সংঘর্ষে আহত ১০

সকল