২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মোহামেডান, ফর্টিস ও পুলিশ জয়ী

৩-০ তে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে গোল উৎসবে মোহামেডান - ছবি : নয়া দিগন্ত

যেভাবে লিগের প্রথম পর্ব শেষ করেছিল ঠিক সেভাবেই ফিরতি পর্ব শুরু মোহামেডানের। আজ (২১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব। এতে মোহামেডান ৩-০তে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ফর্টিস এফসি ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। এদিকে ব্রাদার্স ইউনিয়নকে ১-০তে পরাজয়ের তেতো স্বাদ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

ফিরতি পর্বের শুরুটা যেন পাল্টা প্রতিশোধের। প্রথম পর্বের ম্যাচে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছিল পুলিশকে।

আজ ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আগের সেই হারের বদলাই নিয়েছে পুলিশ। নতুন রিক্রুট ব্রাজিলেন ডিফেন্ডার ড্যানিলোর গোলে তাদের এই জয়। ম্যাচের ৪ মিনিটের সময়ে গোলটি করেন তিনি। প্রথম পর্বে রহমতগঞ্জ ৩-১ গোলে জয় পেয়েছিল ফর্টিস এফসির বিপক্ষে।

গতকাল কিংস এরিনায় আধুনিক সুবিধা সম্মলিত ফর্টিস ক্লাব পাল্টাপাল্টি ৩-১ গোলেই জয় পেয়েছে পুরান ঢাকার দলটির বিপক্ষে। ম্যাচের চারটি গোলই বিদেশীদের। ইউক্রেনের ভ্যালেরির গোলে ৩৮ মিনিটে ফর্টিসের এগিয়ে যাওয়া। ৪৯ মিনিটে স্কোর দ্বিগুন করেন গাম্বিয়ার পা ওমর। ৫৪ মিনিটে রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং এক গোল করলে লড়াইয়ে ফেরে কামাল বাবুর দল। এরপর ৯১ মিনিটে পা ওমরের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে মাসুদ পারভেজ কায়সারের দলের।

মোহামেডান প্রথম পর্বের মতো বড় ব্যবধানে জিততে পারেনি ওয়ান্ডারার্সের বিপক্ষে। প্রথম পর্বে তাদের জয় ছিল ৬-০তে। গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাদাকালোরা ৩বার বল পাঠাতে পেরেছে আরেক সাদা-কালোদের জালে। ৩৮ মিনিটে মোজাফফরভের গোলে আলফাজ আহমেদের দলের এগিয়ে যাওয়া। ৮১ মিনিটে স্কোর দ্বিগুণ হয় রহিমউদ্দিনের গোলে। এর পর অধিনায়ক সোলেমান দিয়াবাতে ৮৯ মিনিটে স্কোর ৩-০ করেন।

১০ খেলা শেষে মোহামেডানের পয়েন্ট ২৭। চারে উঠা রহমতগঞ্জের পয়েন্ট ১৫। পাঁচে নেমেছে ব্রাদার্স। তাদের পয়েন্ট রহমতগঞ্জের মতো ১৫ হলেও পিছিয়ে গোল পার্থক্যে। ১৪ পয়েন্ট নিয়ে ফর্টিস ৬ নাম্বারে। আর পুলিশের পয়েন্ট ১৩। আছে সাত নম্বরে।


আরো সংবাদ



premium cement
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান সোনাগাজীতে যুবদলের সাথে যুবলীগের সংঘর্ষে আহত ১০ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭৬৯ মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১ অনিয়ন্ত্রিত কর্মীদের নিয়ন্ত্রণ জরুরি

সকল