১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

ভারতের আগে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতির একটা উপলক্ষ পেল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ভারতের মুখোমুখি হওয়ার ও আসর শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে টাইগাররা।

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল। ওয়ানডে তো বটেই, দু’মাসের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটেই নেই টাইগাররা। মুশফিক-তাসকিনরা ব্যস্ত সময় কাটিয়েছেন বিপিএলে।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটের আড়মোড়া ভাঙার সুযোগ পাচ্ছিল না বাংলাদেশ। সরাসরিই খেলতে হতো চ্যাম্পিয়নস ট্রফিতে, ভারতের বিপক্ষে। তবে এমতাবস্থায় টাইগারদের গুছিয়ে ওঠার একটা সুযোগ দিলো আইসিসি।

একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আনুষ্ঠানিক আসর শুরুর আগে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। যে দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস।

আছেন পাকিস্তান দলের আরো বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মাঝে আছেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মির, সাহিবজাদা ফারহানরা।

আজ বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে সবমিলিয়ে চারটি ওয়ার্মআপ ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিনস নামে পাকিস্তানের আলাদা তিনটি দল।

শাদাব খানের নেতৃত্বে একটি দল লড়বে আফগানিস্তানের বিপক্ষে। আর মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।


আরো সংবাদ



premium cement