১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই মাঠে থাকবেন সৈকত

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই মাঠে থাকবেন সৈকত - ছবি : সংগৃহীত

উদ্বোধনী দিনেই চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। আসরের প্রথম দিনেই মাঠে নামছেন বাংলাদেশী এই আম্পায়ার। অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রায় সাত বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরের। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক এই লড়াই। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৈকত।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আগেই ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছিল আইসিসি। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

কেবল এবারের আসর নয়, প্রথম কোনো বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতেই ম্যাচ পরিচালনা করবেন সৈকত। এর ভারত বিশ্বকাপ দিয়ে ছেলেদের কোনো বৈশ্বিক কোনো আসরে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন তিনি।

সৈকতের সাথে উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। জো উইলসন টিভি আম্পায়ার, অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার ও অ্যান্ড্রু পাইক্রফট থাকবেন ম্যাচ রেফারি হিসেবে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বণ্টন সম্পর্কে জানায় আইসিসি। যেখানে উদ্বোধনী ম্যাচ ছাড়াও সৈকত পেয়েছেন আরো তিনটি ম্যাচের দায়িত্ব।

যেখাবে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সৈকত চতুর্থ আম্পায়ার, ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ও ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।


আরো সংবাদ



premium cement
বিশ্ববিদ্যালয় হলো প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করার জায়গা : আলী রীয়াজ অপারেশন ডেভিল হান্ট : উখিয়ায় আ’লীগ নেতা গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭ বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস বিএসএফের সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : রিউমার স্ক্যানার ‘সাগর-রুনি হত্যায় সাবেক সরকার জড়িত’ আশুলিয়ায় কারখানাশ্রমিকের ঝুলন্ত লাশ, শ্রমিকদের বিক্ষোভ অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯

সকল