১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই মাঠে থাকবেন সৈকত

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই মাঠে থাকবেন সৈকত - ছবি : সংগৃহীত

উদ্বোধনী দিনেই চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। আসরের প্রথম দিনেই মাঠে নামছেন বাংলাদেশী এই আম্পায়ার। অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রায় সাত বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরের। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক এই লড়াই। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৈকত।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আগেই ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছিল আইসিসি। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

কেবল এবারের আসর নয়, প্রথম কোনো বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতেই ম্যাচ পরিচালনা করবেন সৈকত। এর ভারত বিশ্বকাপ দিয়ে ছেলেদের কোনো বৈশ্বিক কোনো আসরে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন তিনি।

সৈকতের সাথে উদ্বোধনী ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। জো উইলসন টিভি আম্পায়ার, অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার ও অ্যান্ড্রু পাইক্রফট থাকবেন ম্যাচ রেফারি হিসেবে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বণ্টন সম্পর্কে জানায় আইসিসি। যেখানে উদ্বোধনী ম্যাচ ছাড়াও সৈকত পেয়েছেন আরো তিনটি ম্যাচের দায়িত্ব।

যেখাবে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সৈকত চতুর্থ আম্পায়ার, ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ও ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।


আরো সংবাদ



premium cement
চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে : চরমোনাই পীর তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কুটি মোল্লা গ্রেফতার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা বইমেলার ঘটনায় ৭ সদস্যের কমিটি, ৩ দিনের মধ্যে রিপোর্ট মির্জাপুরে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেফতার ২ আকাশপথের ভাড়া নিয়ে যে নির্দেশনা দিলো মন্ত্রণালয় অডিট ম্যানেজের টাকা উত্তোলনের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি জর্জিয়ায় আরো বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি করার জন্য পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান ব্যাংক ডাকাতদের কিভাবে আইনের আওতায় আনবেন?

সকল