তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬
মাঠ থেকে বিদায় নেয়ার সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে উঠেনি। হয়নি বিদায়ী সংবর্ধনা, আসেনি কোনো উপলক্ষ। এবার অবশ্য তাতে খানিকটা ভিন্নমাত্রা যোগ হলো। তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে আন্তর্জাতিক ম্যাচ নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ শেষে এবার তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার ফাইনাল শেষে বিদায়ী সম্মাননা দেয় বোর্ড।
তামিম দেশের ক্রিকেটের কিংবদন্তির তকমা পেয়েছেন আরো আগেই। তবে দেশের জার্সি গায়ে বিদায় বলার সুযোগ হয়নি তার। এবারের বিপিএলের মাঝপথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
এরপরেই জানানো হয়, বিপিএলের ফাইনালে তামিমকে সংবর্ধনা দেবে বিসিবি। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার বরিশালকে শিরোপা জেতানোর পর বিসিবির কাছ থেকে বিদায় সংবর্ধনা পেয়েছেন তামিম।
দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে বিদায়ী সংবর্ধনায় হাতে তুলে দেয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।
এ সময় যেখানে উপস্থিত ছিলেন স্ত্রী-সন্তানসহ তামিমের পরিবারের অনেকেই। ছিলেন বড় ভাই নাফিস ইকবাল ও দীর্ঘদিনের দুই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও।
এর আগে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তামিমকে নিয়ে তৈরি করা বিশেষ ভিডিও। যেখানে তাকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলীর মতো তারকারা।
ক্যামেরার সামনে ছিলেন তামিম ইকবালের একসময়ের সতীর্থ ও বর্তমানে কোচ বনে যাওয়া মোহাম্মদ আশরাফুলও।
এদিকে বিদায়ী সংবর্ধনায় তামিম বলেন, ‘বাংলাদেশ যখন শিরোপা জিতল। পুরো বাংলাদেশের উপভোগটা ছিল অসাধারণ। ওই দিনই ঠিক করলাম, আমি ক্রিকেটার হবো। আমার বাবার ইচ্ছে ছিল, একদিন আমি দেশের হয়ে খেলব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের সাথে নেই।’
তামিম আরো বলেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এসব বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান। আমরা যে কারো সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশী। এটাই আমার শেষ বার্তা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা