ইমন-নাফের ফিফটি, বড় পুঁজির দিকে চিটাগাং
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫, আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690602_151.jpg)
ইনিংস বড় হচ্ছে চিটাগাংয়ের। বাড়ছে পুঁজি। পারভেজ ইমন ও খাজা নাফের উদ্বোধনী জুটিই টানে তাদের। এই জুটি পৌঁছে তিন অঙ্কের ঘরে। দু’জনেই তুলে নেন ফিফটি। যদিও এখন ফিরেছেন নাফে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে চিটাগাংকে আগে ব্যাট করতে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
প্রথমদিকে খানিকটা রয়েসয়ে খেললেও এরপর আক্রমণ শুরু করেন পারভেজ ইমন। তানভীর ইসলামের করা চতুর্থ ওভার থেকেই নেন ১৮ রান। রান আসে পরের ২ ওভারেও। ৬ ওভার শেষে বিনা উইকেটে আসে ৫৭ রান।
চিটাগাং তিন অঙ্কে পৌঁছায় ১১ ওভারে। তার আগেই অবশ্য ফিফটি তুলে নেন পারভেজ ইমন। মাত্র ৩০ বলে স্পর্শ করেন ৫০। যা আসরে তার দ্বিতীয় ফিফটি। অন্যদিকে শুরুটা রয়েসয়ে হলেও এরপর ঝড় তুলেন নাফে।
নাফে ফিফটি করেন ৩৭ বলে। ফিফটি তুলে আরো আগ্রাসী হয়ে উঠেন তিনি। তবে আরো বিধ্বংসী হয়ে উঠার আগে তাকে থামান ইবাদত। ১২.৪ ওভারে ৪৪ বলে ৬৬ করে আউট হোন নাফে। ভাঙে ১২১ রানের উদ্বোধনী জুটি।
তবে এখনো মাঠে আছেন ইমন। ব্যাট করছেন ৩২ বলে ৫২ রানে। সাথে আছেন গ্রাহাম ক্লার্ক। চিটাগাংয়ের সংগ্রহ ১৩ ওভার ১ উইকেটে ১২১ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা