০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

র‍্যাঙ্কিংয়ে উন্নতি রাবেয়া-মুর্শিদাদের

- ছবি : নয়া দিগন্ত

ওয়েস্ট ইন্ডিজ সফরটা বাংলাদেশ দলের জন্য ভালো না গেলেও, ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন বেশ কয়েকজন টাইগ্রেস। যার পুরস্কারও এসেছে, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কিছু নারী ক্রিকেটারের।

আজ বুধবার হালনাগাদ শেষে দেখা যায় বল হাতে রাবেয়া খান, সুলতানা ও ফাহিমা খাতুনের পাশাপাশি ব্যাট হাতে মুর্শিদা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের রাবেয়া খাতুন। ৪ ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া, ৬ ধাপ উন্নতি করে ফাহিমা খাতুন রয়েছেন ৩৫ নম্বরে। আর সুলতানা খাতুন এগিয়েছেন ২০ ধাপ। তার বর্তমান অবস্থান ৭৪। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। ১ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি।

অন্যদিকে বাংলাদেশকে সিরিজ হারানো স্বাগতিক ক্যারিবীয় নারীরাও দিয়েছেন বড় লাফ। যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ডটিন। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার, সন বিভাগেই এগিয়েছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ১১ নম্বরে রয়েছেন ডটিন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ২৩ ধাপ এগিয়ে আছেন ৭৭ নম্বরে। আর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ডটিন। ১১ ধাপ এগিয়ে আছেন ৯ম স্থানে।

অন্যদিকে সিরিজে নজর কাড়া আরেক ক্যারিবীয় তারকা কোয়ানা জোসেফ ২৭ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়। ২৯তম স্থানে উঠে এসেছেন তিনি।


আরো সংবাদ



premium cement