০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

অধিনায়ক কামিন্সকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

- ছবি : নয়া দিগন্ত

অধিনায়ককে নিয়ে দ্বিধায় অস্ট্রেলিয়া। অনিশ্চয়তায় প্যাট কামিন্সের পাকিস্তান যাত্রা। চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন অধিনায়ক নিয়ে যেতে হতে পারে অজিদের। চোটের কারণে ছিটকে যেতে পারেন কামিন্স।

গোড়ালির চোটের কারণে প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে কথা উঠেছিল আগেই। কিন্তু ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার ঘোষিত দলে অধিনায়ক হিসেবেই রাখা হয় তাকে। তবে এখন আবার আলোচনায় তার নাম।

ঘরের মাঠে কামিন্সের নেতৃত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ জেতে ৩-১ ব্যবধানে। তবে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই অ্যাঙ্কেলের চোটে পড়েন কামিন্স।

গোড়ালির সেই চোট থেকে এখনো সেরে উঠেননি কামিন্স। মঙ্গলবার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘কামিন্স বল করতে পারছে না। অর্থাৎ তার না খেলার সম্ভাবনাই বেশি।’

কামিন্স না খেললে অস্ট্রেলিয়ার নেতৃত্বে দেখা যেতে পারে স্টিভ স্মিথ সেই দায়িত্ব অনায়াসেই পালন করতে পারেন, অস্ট্রেলিয়ার ভাবনায় আছে আরেক অভিজ্ঞ ট্রাভিস হেডও।

ম্যাকডোনাল্ড এই নিয়ে বলেন, ‘দল ঘোষণার সময়ই আমরা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সাথে কথা বলেছি। ওদের দু’জনের মধ্যে থেকেই কাউকে দেয়া অধিনায়কত্ব হবে।’

সম্প্রতি শ্রীলঙ্কায় কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। যেখানে ইনিংস ও ২৪২ রানের বড় ব্যবধানে জিতেছে অজিরা। যা নজরে রেখেছেন ম্যাকডোনাল্ড। ‘স্টিভ শ্রীলঙ্কায় দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে।’

চোট সমস্যা আছে আরেক পেসার জশ হ্যাজেলউডেরও। তাকে নিয়েও কথা বলেন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘হ্যাজেলউডও চোটের সাথে লড়াই করছে। মেডিক্যাল রিপোর্ট কয়েকদিনের মধ্যেই হাতে পাব। এরপর বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার লড়াই শুরু হবে ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের অপর দুই গ্রুপসঙ্গী আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লব ও আমাদের অর্থনীতি কক্সবাজারে ২৮ মামলার আসামি আশিক গ্রেফতার জাবিতে ছাত্রদলের আয়োজনে 'শহীদ নাফিসা উইমেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট' শুরু জুলাইয়ের ইতিহাস বিকৃত হতে দিবে না জামায়াত : ডা: শফিকুর রহমান নোয়াখালীতে গুলিসহ গ্রেফতার ১ আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু, প্রথম দিনে ১২০টি আবেদন সমালোচনা আর চাপের মুখে সরকারের সামনে যে ৬ চ্যালেঞ্জ সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন

সকল