০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা - ছবি : সংগৃহীত

বিপিএল শেষ রংপুর রাইডার্সের। এলিমিনেটর থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের। ফলে দীর্ঘায়িত হলো রাইডার্সদের দ্বিতীয় শিরোপার অপেক্ষা। অন্যদিকে শিরোপা স্বপ্ন এখনো বেঁচে রয়েছে খুলনা টাইগার্সের।

সোমবার মিরপুরে এলিমিনেটর ম্যাচে মাঠে নামে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ১০.২ ওভারে ৯ উইকেটে জয় তুলে নেয় খুলনা।

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। অথচ সেই দলটা হেরে যায় পরের চার ম্যাচে। যার মাশুল গুনতে হয় তাদের। খেলতে হয় এলিমিনেটরে।

এই ম্যাচকে সামনে রেখে বড় মুখ করে বড় প্রত্যাশা নিয়ে টিম ডেভিড, আন্দ্রে রাসেলদের দারস্থ হয়েছিল রংপুর রাইডার্স। তবে সেই প্রত্যাশা পূরণ তো দূর, ধারে-কাছেও ভিড়তে পারেনি দলটা।

তারকা তো বটেই, একাদশের ৯ ব্যাটারই পারেননি দুই অংকের ঘরে যেতে। খুলনার দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে রংপুর। ৫.২ ওভারে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় তারা।

ভিন্স ১, সৌম্য ০, সাইফ হাসান ৪, শেখ মেহেদী ১ ও সাইফুদ্দীন ফেরেন ৮ রানে। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ১৭ রান যোগ করলেও ফের শুরু হয় বিপর্যয়। ডেভিডকে ৭ রানে নাসুম ও আন্দ্রে রাসেলকে ৪ রানে ফেরান মোহাম্মদ নাওয়াজ। রাকিবুল ফেরেন ১ রানে।

এরপর নুরুল হাসান সোহান ২৫ বলে ২২ করে ফিরলে ১২.৩ ওভারে ৫২ রানে ৯ উইকেট হারায় রংপুর। শেষদিকে খানিকটা রান আসে আকিফ জাভেদের কল্যাণে। জাভেদের ১৮ বলে ৩২ রানে ৮০ পেরোতে সক্ষম হয় রংপুর।

অন্যদিকে খুলনার হয়ে ১০ রানে মিরাজ ও ১৬ রানে নাসুম সমান ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ছোট লক্ষ্যতাড়ায় অবশ্য প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। দলীয় ২ রানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় দলটি। তবে এরপর আর কোনো বিপদ আসতে দেননি অ্যালেক্স রস ও নাইম শেখ।

দ্বিতীয় উইকেটে দু’জন মিলে গড়েন ৮৭ রানের জুটি। আর এই জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যান মিরাজরা।

খুলনার হয়ে ৩৩ বলে ৪৮ রান করেছেন নাইম শেখ। রস অপরাজিত থাকেন ২৯ রানে। রংপুরের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আকিফ জাভেদ।

এই জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচে হারা দলের সাথে ওই ম্যাচে মাঠে নামবে খুলনা।

 


আরো সংবাদ



premium cement
সব হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতেই হবে : অলি আহমেদ হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন

সকল